রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত

- আপডেট সময় ০৭:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 3
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে আবারও বাড়ছে ড্রোন হামলার তীব্রতা। গত রাতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দুই দেশের প্রশাসন। এসব হামলায় উভয় পক্ষেই হতাহতের খবর পাওয়া গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেন থেকে ছোড়া ১২২টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এসব ড্রোনের বেশিরভাগই সীমান্তবর্তী বেলগোরোড ও ভোরোনেজ অঞ্চলে ধরা পড়ে।
বেলগোরোড অঞ্চলের গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, একটি ব্যক্তিগত বাড়ির ওপর ড্রোন থেকে বিস্ফোরক পড়লে এক নারী নিহত হন। এর আগের দিনও ওই এলাকায় রুশ তথ্য অনুযায়ী তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। ভোরোনেজ অঞ্চলেও ড্রোন ধ্বংসাবশেষ পড়ে তিন কিশোর আহত হয়েছে বলে জানান সেখানকার গভর্নর আলেকজান্ডার গুসেভ।
অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার হামলায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছেন দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরগেই লিসাক। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া সর্বমোট ৬৪টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ৪১টি তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসব ড্রোনের অধিকাংশই দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের দিকে নিক্ষিপ্ত হয়।
সাম্প্রতিক রাতগুলোর তুলনায় এ হামলার মাত্রা কিছুটা কম হলেও হতাহতের সংখ্যা বাড়ছে। ইউক্রেন দাবি করেছে, এর আগের দিন দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে রুশ বিমান হামলায় তিনজন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দু’পক্ষেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রায় নিত্যদিনের চিত্র। কিয়েভও পাল্টা দীর্ঘপাল্লার হামলা চালাচ্ছে রাশিয়ার ভেতরে ও সীমান্তবর্তী এলাকায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং শান্তিচুক্তি না হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে হামলা জোরদার করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই অবস্থায় দুই দেশের সংঘর্ষ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে।