ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার উদ্ভিদের গোপন শব্দে সাড়া দেয় পতঙ্গ ও প্রাণীরা: গবেষণায় উদ্ভিদের ভাষার রহস্য উদঘাটন বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং

টঙ্গীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৬০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

টঙ্গীতে ছিনতাইসহ নানা অপরাধ দমনে পুলিশের যৌথ অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এই অভিযান চালায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টঙ্গী এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টঙ্গী পূর্ব থানার অধীন এলাকা থেকে ৩৭ জন এবং পশ্চিম থানার এলাকা থেকে ২৩ জনকে আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, “আমার থানার আওতাধীন এলাকায় চলমান অভিযানে ৩৭ জনকে আটক করেছি। এদের বেশিরভাগই ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে, শুধু অপরাধের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, “পশ্চিম থানার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আমরা ২৩ জনকে আটক করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এদের অনেকেই ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিল।”

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। পুলিশের এই অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৬০

আপডেট সময় ০২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

টঙ্গীতে ছিনতাইসহ নানা অপরাধ দমনে পুলিশের যৌথ অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এই অভিযান চালায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টঙ্গী এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টঙ্গী পূর্ব থানার অধীন এলাকা থেকে ৩৭ জন এবং পশ্চিম থানার এলাকা থেকে ২৩ জনকে আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, “আমার থানার আওতাধীন এলাকায় চলমান অভিযানে ৩৭ জনকে আটক করেছি। এদের বেশিরভাগই ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে, শুধু অপরাধের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, “পশ্চিম থানার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আমরা ২৩ জনকে আটক করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এদের অনেকেই ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ছিল।”

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

স্থানীয়দের মতে, টঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। পুলিশের এই অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।