ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঠেঙ্গামারা এলাকায় নদী থেকে ভেসে ওঠা অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম এনায়েত শেখ (৩৫)। তিনি শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার বাসিন্দা ফকু শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এনায়েত শেখ গত ২ জুলাই রাত ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে ৫ জুলাই তাঁর বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার রাতে ঠেঙ্গামারা এলাকার ময়নাকাটা নদীর তীরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহ করেন। পরে তাঁরা কয়েকজন মিলে নৌকা নিয়ে নদীতে খোঁজা শুরু করেন। একপর্যায়ে নদীর মাঝখানে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাতেই শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি এনায়েত শেখের বলে শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। শরীরের বিভিন্ন দাগ ও চিহ্ন দেখে তাঁরা মরদেহটি শনাক্ত করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ বলছে, সব দিক বিবেচনায় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর ময়নাকাটা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঠেঙ্গামারা এলাকায় নদী থেকে ভেসে ওঠা অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম এনায়েত শেখ (৩৫)। তিনি শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার বাসিন্দা ফকু শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এনায়েত শেখ গত ২ জুলাই রাত ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে ৫ জুলাই তাঁর বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার রাতে ঠেঙ্গামারা এলাকার ময়নাকাটা নদীর তীরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহ করেন। পরে তাঁরা কয়েকজন মিলে নৌকা নিয়ে নদীতে খোঁজা শুরু করেন। একপর্যায়ে নদীর মাঝখানে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাতেই শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি এনায়েত শেখের বলে শনাক্ত করেন তাঁর পরিবারের সদস্যরা। শরীরের বিভিন্ন দাগ ও চিহ্ন দেখে তাঁরা মরদেহটি শনাক্ত করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী বলেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ বলছে, সব দিক বিবেচনায় তদন্ত চলছে।