ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

নাটোরে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর বাজারে বিকাশ লেনদেন নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি মহেশ্বর বাজারে একটি মোবাইল ও ইন্টারনেট সার্ভিসের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র ও পারভেজ আলীর পরিবার জানায়, গত ১০ জুলাই দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন সংক্রান্ত একটি বিষয়ে পারভেজের কথা কাটাকাটি হয়। ওই সময় মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এরপর শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও সিএনজিচালিত যানবাহনে করে সাতজন দুর্বৃত্ত এসে পারভেজের দোকানে হঠাৎ হামলা চালায়। তারা দোকানে ঢুকেই গুলি ছোড়ে, এরপর ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই দোকানটি পুড়ে যায়।

স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুত পুলিশে খবর দেয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত চলছে। এখনো পর্যন্ত কেউ গুলির বা ভাঙচুরের বিষয়ে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এদিকে হামলার ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যার ফলে এমন ঘটনা ঘটছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

নাটোরে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় ১২:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর বাজারে বিকাশ লেনদেন নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে গুলি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি মহেশ্বর বাজারে একটি মোবাইল ও ইন্টারনেট সার্ভিসের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র ও পারভেজ আলীর পরিবার জানায়, গত ১০ জুলাই দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন সংক্রান্ত একটি বিষয়ে পারভেজের কথা কাটাকাটি হয়। ওই সময় মুক্তি খাতুন তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এরপর শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও সিএনজিচালিত যানবাহনে করে সাতজন দুর্বৃত্ত এসে পারভেজের দোকানে হঠাৎ হামলা চালায়। তারা দোকানে ঢুকেই গুলি ছোড়ে, এরপর ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই দোকানটি পুড়ে যায়।

স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুত পুলিশে খবর দেয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত চলছে। এখনো পর্যন্ত কেউ গুলির বা ভাঙচুরের বিষয়ে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এদিকে হামলার ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যার ফলে এমন ঘটনা ঘটছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।