উইম্বলডনের রানি শিয়াওতেক, ইতিহাস গড়লেন দাপুটে জয় দিয়ে

- আপডেট সময় ১১:২০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 5
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন পোল্যান্ডের ইগা শিয়াওতেক। উইম্বলডনের ফাইনালে প্রথমবার জায়গা করে নিয়েই থেমে যাননি, তুলে নিলেন দুর্দান্ত এক জয়। মাত্র ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের তরুণ তারকা অ্যামান্ডা অ্যানিসিমোভাকে হারিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন ২৪ বছর বয়সী এই পোলিশ তারকা
শনিবার সেন্টার কোর্টে মেয়েদের এককে ৬-০, ৬-০ গেমে জয় তুলে নেন শিয়াওতেক। কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতার সুযোগই দেননি তিনি। ফাইনালের মঞ্চে এমন পারফরম্যান্স স্মরণ করিয়ে দিলো ১৯৮৮ সালের ফরাসি ওপেনের কথা, যেখানে কিংবদন্তি স্টেফি গ্রাফ ৩৪ মিনিটে একই স্কোরলাইনে জয় তুলে নিয়েছিলেন। ওপেন যুগে এটি ছিল গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দ্বিতীয়বারের মতো ‘ডাবল বাগেল’ জয়।
এই জয়ের মধ্য দিয়ে শিয়াওতেকের গ্র্যান্ড স্ল্যামে এটি শততম জয়। একসঙ্গে অর্জন করলেন নিজের ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি যার মধ্যে চারটি এসেছে ফরাসি ওপেনে, একটি ইউএস ওপেনে এবং এবার প্রথম উইম্বলডনে। একই সঙ্গে হয়ে গেলেন উইম্বলডনের এককে শিরোপা জয়ী প্রথম পোলিশ খেলোয়াড়।
ফাইনালে হেরে গেলেও অ্যামান্ডা অ্যানিসিমোভার পথচলাও কম চমকজাগানিয়া নয়। বাবার মৃত্যু, মানসিক অবসাদ এবং র্যাঙ্কিংয়ের বাইরে চলে যাওয়ার পর কোর্টে ফেরেন তিনি। এবারের উইম্বলডনে ১৩তম বাছাই হিসেবে অংশ নিয়ে একের পর এক চমক দেখিয়েছেন, সেমিফাইনালে হারিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আরিনা সাবালেঙ্কাকে। তার এই পথচলা যেন রূপকথার মতোই ছিল যতক্ষণ না শিয়াওতেক তার সামনে এসে দাঁড়ান।
শিয়াওতেক বলেন, ‘খুবই অবাস্তব লাগছে। এমন কিছু নিয়ে কখনো স্বপ্ন দেখিনি। আগের গ্র্যান্ড স্ল্যামগুলো জিতে অভিজ্ঞ মনে হতো, কিন্তু এভাবে জিতব, সেটা ভাবিনি।’
প্রতিপক্ষকেও শ্রদ্ধা জানাতে ভুলেননি তিনি। বলেন, ‘অ্যামান্ডা দারুণ খেলেছে। আমি তাকে অভিনন্দন জানাই। তুমি গর্বিত হওয়া উচিত নিজের পারফরম্যান্সে। আশা করি সামনে আরও ফাইনালে মুখোমুখি হবো আমরা।’
এই জয়ের পর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে শিয়াওতেকের রেকর্ড দাঁড়াল ৬-০। অর্থাৎ, যতবার ফাইনালে উঠেছেন, ততবারই ট্রফি হাতে নিয়েছেন। উইম্বলডনের এই জয় দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলেন পোলিশ তারকা।