ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে কোতোয়ালি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি টিটন গাজী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তিনি এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের সঙ্গে পরিচিত। মামলায় উল্লেখিত অন্যান্য আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ এবং এজাহারে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া, ঘটনার পরিকল্পনা, প্রস্তুতি ও ধারাবাহিকতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধারেও টিটন গাজীকে জিজ্ঞাসাবাদ অপরিহার্য।

প্রসঙ্গত, শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ টিটন গাজীকে গ্রেফতার করে। এর মাধ্যমে সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ দ্রুত তদন্তে নামে এবং ধারাবাহিকভাবে অভিযুক্তদের গ্রেফতার করছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে। টিটন গাজীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর পেছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৬:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে কোতোয়ালি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি টিটন গাজী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তিনি এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের সঙ্গে পরিচিত। মামলায় উল্লেখিত অন্যান্য আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ এবং এজাহারে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া, ঘটনার পরিকল্পনা, প্রস্তুতি ও ধারাবাহিকতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধারেও টিটন গাজীকে জিজ্ঞাসাবাদ অপরিহার্য।

প্রসঙ্গত, শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ টিটন গাজীকে গ্রেফতার করে। এর মাধ্যমে সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ দ্রুত তদন্তে নামে এবং ধারাবাহিকভাবে অভিযুক্তদের গ্রেফতার করছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে। টিটন গাজীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর পেছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।