ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

টিএসসিতে ‘রাজনৈতিক হত্যা স্কোরবোর্ড’ বসানোর ঘোষণা ছাত্র অধিকার পরিষদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 8

ছবি: সংগৃহীত

 

রাজনৈতিক হত্যাকাণ্ডের সংখ্যা প্রতিদিন প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটি ঘোষণা দিয়েছে, গত ৫ আগস্ট থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যা ঘটেছে, তার হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি স্কোরবোর্ডে তুলে ধরা হবে।

শনিবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ দেখতে পারবে তাদের ঋণ কত বাড়ছে। এই স্কোরবোর্ড হবে তার প্রতিফলন।”

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় এক ভাঙারি ব্যবসায়ীকে যুবদল সংশ্লিষ্টদের হাতে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিন ইয়ামিন মোল্লা কঠোর ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন, “তাদের মাথা খারাপ হয়ে গেছে। যেদিকে ক্ষমতা, সেদিকে হাওয়া দেওয়া এখন প্রশাসনের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।” তিনি পুলিশ প্রশাসনকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিএনপিকে উদ্দেশ করে তিনি প্রশ্ন রাখেন, “আপনারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই এমন চরিত্র দেখান, তাহলে ক্ষমতায় গেলে কী করবেন?”

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, “জাহেলিয়াতের মাধ্যমে কোনো সরকার টিকে থাকতে পারেনি। ১৪০০ বছর আগে যেমন জাহেলিয়াত ছিল, তা যেমন ধ্বংস হয়েছে, তেমনই আওয়ামী জাহেলিয়াতও টিকেনি, আর জাতীয়তাবাদী জাহেলিয়াতও টিকতে পারবে না।”

তিনি আরো বলেন, “একজন উপদেষ্টা বলেন, তার হাত-পা বাঁধা। যদি হাত-পা বাঁধাই থাকে, তাহলে উপদেষ্টার দায়িত্ব না নিয়ে ভিক্ষা করুন। উপদেষ্টা হওয়ার মানে দায়িত্ব পালন করা, হাত-পা বাঁধা রেখে নয়।”

ঢাবি ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহতাপ ইসলাম বলেন, “জুলাই মাস আবার ফিরেছে। এই জুলাইয়ের পর যাদের চাঁদাবাজির জন্য ভারতে ফেরত পাঠানো হয়েছিল, তারা আবার এক দলের ছায়ায় ফিরে আসছে। জনগণের ম্যান্ডেট চাঁদাবাজি, ধর্ষণের মাধ্যমে পাওয়া যাবে না।”

সমাবেশ শেষে সংগঠনটি একটি প্রতিবাদ মিছিলও বের করে। সমাবেশে নেতারা দ্রুত বিচার দাবি করেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

টিএসসিতে ‘রাজনৈতিক হত্যা স্কোরবোর্ড’ বসানোর ঘোষণা ছাত্র অধিকার পরিষদের

আপডেট সময় ০৫:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

রাজনৈতিক হত্যাকাণ্ডের সংখ্যা প্রতিদিন প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটি ঘোষণা দিয়েছে, গত ৫ আগস্ট থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যা ঘটেছে, তার হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি স্কোরবোর্ডে তুলে ধরা হবে।

শনিবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ দেখতে পারবে তাদের ঋণ কত বাড়ছে। এই স্কোরবোর্ড হবে তার প্রতিফলন।”

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় এক ভাঙারি ব্যবসায়ীকে যুবদল সংশ্লিষ্টদের হাতে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিন ইয়ামিন মোল্লা কঠোর ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন, “তাদের মাথা খারাপ হয়ে গেছে। যেদিকে ক্ষমতা, সেদিকে হাওয়া দেওয়া এখন প্রশাসনের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।” তিনি পুলিশ প্রশাসনকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিএনপিকে উদ্দেশ করে তিনি প্রশ্ন রাখেন, “আপনারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই এমন চরিত্র দেখান, তাহলে ক্ষমতায় গেলে কী করবেন?”

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, “জাহেলিয়াতের মাধ্যমে কোনো সরকার টিকে থাকতে পারেনি। ১৪০০ বছর আগে যেমন জাহেলিয়াত ছিল, তা যেমন ধ্বংস হয়েছে, তেমনই আওয়ামী জাহেলিয়াতও টিকেনি, আর জাতীয়তাবাদী জাহেলিয়াতও টিকতে পারবে না।”

তিনি আরো বলেন, “একজন উপদেষ্টা বলেন, তার হাত-পা বাঁধা। যদি হাত-পা বাঁধাই থাকে, তাহলে উপদেষ্টার দায়িত্ব না নিয়ে ভিক্ষা করুন। উপদেষ্টা হওয়ার মানে দায়িত্ব পালন করা, হাত-পা বাঁধা রেখে নয়।”

ঢাবি ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহতাপ ইসলাম বলেন, “জুলাই মাস আবার ফিরেছে। এই জুলাইয়ের পর যাদের চাঁদাবাজির জন্য ভারতে ফেরত পাঠানো হয়েছিল, তারা আবার এক দলের ছায়ায় ফিরে আসছে। জনগণের ম্যান্ডেট চাঁদাবাজি, ধর্ষণের মাধ্যমে পাওয়া যাবে না।”

সমাবেশ শেষে সংগঠনটি একটি প্রতিবাদ মিছিলও বের করে। সমাবেশে নেতারা দ্রুত বিচার দাবি করেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান।