ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

কালিয়াকৈরে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ধনু মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫) এবং লালমনিরহাট জেলার আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোররাতে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সূত্রে খবর আসে যে বক্তারপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে কাভার্ড ভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছি। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ধনু মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫) এবং লালমনিরহাট জেলার আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোররাতে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সূত্রে খবর আসে যে বক্তারপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে কাভার্ড ভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছি। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।