ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

তাপমাত্রা ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

 

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তি ফিরেছে, কমেছে প্রচণ্ড গরমের দাপট। তবে আবহাওয়ার চিত্র আবারও বদলাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দেশের ওপর মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে সীমিতভাবে, আর উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি সক্রিয় অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ পৌঁছেছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন দেশের বিভিন্ন বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এ সময়ে দেশের অন্যান্য অংশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার এবং বুধবারের পূর্বাভাস বলছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই প্রবণতা বেশি থাকতে পারে। তবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কম হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। ফলে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সবমিলিয়ে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সঙ্গে হালকা আবহাওয়াজনিত পরিবর্তন থাকবে, তবে পর্যাপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

তাপমাত্রা ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ০১:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তি ফিরেছে, কমেছে প্রচণ্ড গরমের দাপট। তবে আবহাওয়ার চিত্র আবারও বদলাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দেশের ওপর মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে সীমিতভাবে, আর উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি সক্রিয় অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ পৌঁছেছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন দেশের বিভিন্ন বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। এ সময়ে দেশের অন্যান্য অংশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার এবং বুধবারের পূর্বাভাস বলছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই প্রবণতা বেশি থাকতে পারে। তবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কম হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। ফলে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সবমিলিয়ে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সঙ্গে হালকা আবহাওয়াজনিত পরিবর্তন থাকবে, তবে পর্যাপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।