কর ফাঁকির দায়ে ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

- আপডেট সময় ১১:৪৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 3
কর ফাঁকির অভিযোগে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে এক বছর কারাদণ্ড এবং প্রায় চার লাখ ইউরো অর্থদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ ২০১৪-১৫ মৌসুমে কর না দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
আদালতের রায়ে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় আনচেলত্তি তার ‘ইমেজ স্বত্ব’ থেকে পাওয়া আয় গোপন রাখেন এবং কর দেননি। এর ফলে তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো অর্থাৎ প্রায় সাড়ে ৮ কোটি টাকার সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।
তবে এক বছরের কারাদণ্ড হলেও আনচেলত্তিকে জেলে যেতে হচ্ছে না। স্পেনের প্রচলিত আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি পূর্বে অপরাধে দণ্ডিত না হন এবং কারাদণ্ড এক বছরের নিচে হয়, তবে বাস্তবে তাকে কারাভোগ করতে হয় না।
আনচেলত্তির আইনজীবীদের দাবি, ক্লাবের পক্ষ থেকে কর সংক্রান্ত কোনো সুস্পষ্ট নির্দেশনা না পাওয়ায় তিনি ইচ্ছাকৃতভাবে নয়, বরং অনিচ্ছাকৃতভাবেই কর ফাঁকির মতো পরিস্থিতির মধ্যে পড়েছেন। তারা কোচকে নির্দোষ দাবি করলেও, মামলার বাদীপক্ষ তার বিরুদ্ধে চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন জানিয়েছিল।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তিকে এই মামলায় আদালতে হাজিরা দিতে হয়। যদিও তিনি এখন ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন, এই মামলার রায় তার কোচিং ক্যারিয়ারে কিছুটা হলেও ছায়া ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আদালতের রায় নিয়ে আনচেলত্তি পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্পেনের কর ব্যবস্থাপনা ও খেলোয়াড়-প্রশিক্ষকদের করদায়িত্ব নিয়ে বিতর্ক আগেও হয়েছে। এর আগে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোসহ অনেক তারকাই এমন মামলার মুখোমুখি হয়েছেন।
এ নিয়ে ফুটবল অঙ্গনে আবারও কর-সংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।