ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত, মোট নিহতের সংখ্যা ৫৭,৫০০ ছাড়ালো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 9

ছবি সংগৃহীত

 

গাজা, ৭ জুলাই ২০২৫: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৭,৫২৩ জনে পৌঁছেছে। একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫৬ জন ফিলিস্তিনি, যা মোট আহতের সংখ্যাকে ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে উন্নীত করেছে।

 

সোমবার (৭ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকার বিভিন্ন হাসপাতাল থেকে ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলার তীব্রতার কারণে এখনও অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা সেসব স্থানে পৌঁছাতে পারছেন না।

 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল, যা ভেঙে দিয়ে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে। এই নতুন আগ্রাসনের ধাপে এখন পর্যন্ত ৬,৯৬৪ জন নিহত এবং ২৪,৫৭৬ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত, মোট নিহতের সংখ্যা ৫৭,৫০০ ছাড়ালো

আপডেট সময় ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

 

গাজা, ৭ জুলাই ২০২৫: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৭,৫২৩ জনে পৌঁছেছে। একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫৬ জন ফিলিস্তিনি, যা মোট আহতের সংখ্যাকে ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে উন্নীত করেছে।

 

সোমবার (৭ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকার বিভিন্ন হাসপাতাল থেকে ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি হামলার তীব্রতার কারণে এখনও অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা সেসব স্থানে পৌঁছাতে পারছেন না।

 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল, যা ভেঙে দিয়ে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে। এই নতুন আগ্রাসনের ধাপে এখন পর্যন্ত ৬,৯৬৪ জন নিহত এবং ২৪,৫৭৬ জন আহত হয়েছেন।