০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

দুর্দান্ত ব্যাটিং বোলিং নৈপুণ্যে রেকর্ড জয়ে সিরিজের সমতা ফেরালো ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 222

ছবি সংগৃহীত

 

লিডসে দুর্দান্ত খেলেও হারতে হয়েছিল ভারতকে। তবে এজবাস্টনে আর সেই সুযোগ দেননি শুবমান গিল ও লোকেশ রাহুলরা। ৩৩৬ রানের বিশাল জয় নিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে ভারত, যা এশিয়ার কোনো দলের প্রথম জয় এজবাস্টনে। একইসঙ্গে এটি ইংল্যান্ডের মাটিতে ভারতের সর্বোচ্চ রানের জয়ও বটে। এর আগে ১৯৮৬ সালে লিডসে ২৭৯ রানের ব্যবধানে জয় ছিল ভারতের সেরা। সব মিলিয়ে ভারতের যেকোনো দলের বিপক্ষে সর্বোচ্চ জয়ও এটি, ৪৩৪ রানের জয়টি ছিল গত বছর আহমেদাবাদে।

এজবাস্টনের এই জয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তারা সমতায় ফিরেছে ১-১ ব্যবধানে। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১০ জুলাই, ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ইংল্যান্ডকে জিততে হলে রানের পাহাড় ডিঙোতে হতো, লক্ষ্য ছিল ৬০৮। সেই লক্ষ্য যে প্রায় অসম্ভব, তা প্রমাণ করেছেন ভারতীয় বোলাররা দিনের মধ্যেই। বিশেষ করে ২৮ বছর বয়সী পেসার আকাশ দীপ, যিনি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নিয়েছেন। ইংল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চার জনকেই ফিরিয়েছেন তিনি, শেষ পর্যন্ত ৯৯ রানে ৬ উইকেট নিয়ে গড়েছেন ক্যারিয়ারসেরা বোলিং। দুই ইনিংস মিলিয়ে প্রথমবারের মতো ১০ উইকেট শিকারও করেছেন এই পেসার।

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জেমি স্মিথ (১৮৪*) ও হ্যারি ব্রুক (১৫৮) দুর্দান্ত সেঞ্চুরি করলেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় ইনিংসে স্মিথ কিছুটা লড়াই করে ৮৮ রান করেন, তাতেও ২৭১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

অন্যদিকে ভারতের ব্যাটিং দুর্দান্ত ছিল শুবমান গিলের নেতৃত্বে। প্রথম ইনিংসে তিনি খেলেছেন অনবদ্য ২৬৯ রানের ইনিংস, দ্বিতীয় ইনিংসেও করেছেন সেঞ্চুরি (১৬১)। তার এই ব্যাটিং নৈপুণ্যের ওপর ভর করে ভারত ৬ উইকেটে ৪২৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। অধিনায়ক হিসেবে এটিই গিলের প্রথম জয়, আর তাই স্বাভাবিকভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

সবমিলিয়ে এজবাস্টনে ভারতের এই জয়ে শুধু সিরিজে সমতা ফিরেছে তাই নয়, এশিয়ার ক্রিকেট ইতিহাসেও লেখা হলো নতুন সাফল্যের অধ্যায়।

 

নিউজটি শেয়ার করুন

দুর্দান্ত ব্যাটিং বোলিং নৈপুণ্যে রেকর্ড জয়ে সিরিজের সমতা ফেরালো ভারত

আপডেট সময় ১২:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

লিডসে দুর্দান্ত খেলেও হারতে হয়েছিল ভারতকে। তবে এজবাস্টনে আর সেই সুযোগ দেননি শুবমান গিল ও লোকেশ রাহুলরা। ৩৩৬ রানের বিশাল জয় নিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে ভারত, যা এশিয়ার কোনো দলের প্রথম জয় এজবাস্টনে। একইসঙ্গে এটি ইংল্যান্ডের মাটিতে ভারতের সর্বোচ্চ রানের জয়ও বটে। এর আগে ১৯৮৬ সালে লিডসে ২৭৯ রানের ব্যবধানে জয় ছিল ভারতের সেরা। সব মিলিয়ে ভারতের যেকোনো দলের বিপক্ষে সর্বোচ্চ জয়ও এটি, ৪৩৪ রানের জয়টি ছিল গত বছর আহমেদাবাদে।

এজবাস্টনের এই জয় ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তারা সমতায় ফিরেছে ১-১ ব্যবধানে। সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১০ জুলাই, ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ইংল্যান্ডকে জিততে হলে রানের পাহাড় ডিঙোতে হতো, লক্ষ্য ছিল ৬০৮। সেই লক্ষ্য যে প্রায় অসম্ভব, তা প্রমাণ করেছেন ভারতীয় বোলাররা দিনের মধ্যেই। বিশেষ করে ২৮ বছর বয়সী পেসার আকাশ দীপ, যিনি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নিয়েছেন। ইংল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চার জনকেই ফিরিয়েছেন তিনি, শেষ পর্যন্ত ৯৯ রানে ৬ উইকেট নিয়ে গড়েছেন ক্যারিয়ারসেরা বোলিং। দুই ইনিংস মিলিয়ে প্রথমবারের মতো ১০ উইকেট শিকারও করেছেন এই পেসার।

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জেমি স্মিথ (১৮৪*) ও হ্যারি ব্রুক (১৫৮) দুর্দান্ত সেঞ্চুরি করলেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় ইনিংসে স্মিথ কিছুটা লড়াই করে ৮৮ রান করেন, তাতেও ২৭১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

অন্যদিকে ভারতের ব্যাটিং দুর্দান্ত ছিল শুবমান গিলের নেতৃত্বে। প্রথম ইনিংসে তিনি খেলেছেন অনবদ্য ২৬৯ রানের ইনিংস, দ্বিতীয় ইনিংসেও করেছেন সেঞ্চুরি (১৬১)। তার এই ব্যাটিং নৈপুণ্যের ওপর ভর করে ভারত ৬ উইকেটে ৪২৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। অধিনায়ক হিসেবে এটিই গিলের প্রথম জয়, আর তাই স্বাভাবিকভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

সবমিলিয়ে এজবাস্টনে ভারতের এই জয়ে শুধু সিরিজে সমতা ফিরেছে তাই নয়, এশিয়ার ক্রিকেট ইতিহাসেও লেখা হলো নতুন সাফল্যের অধ্যায়।