বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

- আপডেট সময় ০২:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 6
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন প্রস্তাবনা দিয়ে সংস্কারের প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।
রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু জনগণ তা বিশ্বাস করছে না। শহুরে কয়েকজন মানুষ দেশের জনগণ নয়।”
তিনি বলেন, “বিএনপির সংস্কার নিয়ে নানা দল মত প্রকাশ করছে। বিএনপির সংস্কারের প্রতি আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাব বিএনপি সমর্থন করে না।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “নিত্যনতুন যেসব প্রস্তাব আসছে, তা যদি জনগণের স্বার্থে হয়, জনগণ অবশ্যই তা গ্রহণ করবে। কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে কোনো পরিবর্তন আনতে হলে, তাদের সম্পৃক্ত করা উচিত। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতান্ত্রিক শক্তি নয়, জুলাই-আগস্টের অগণতান্ত্রিক শক্তির পক্ষে কাজ করছে।”
দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্য কমিশনের বক্তব্য স্পষ্ট নয়। তিনি জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা নিয়েও বিএনপির আপত্তি রয়েছে।
তিনি বলেন, “ঐকমত্য কমিশন যেভাবে প্রস্তাব দিচ্ছে, তা অনেক ক্ষেত্রে অস্পষ্ট ও বাস্তবমুখী নয়। জনগণের সঙ্গে সমন্বয় না করে এ ধরনের প্রস্তাবনা টেকসই হবে না।”
সংবাদ সম্মেলনে বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, বিএনপি দেশ ও গণতন্ত্রের স্বার্থে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সংস্কারের পক্ষে, তবে পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে প্রচেষ্টা চলছে, তা কখনো সফল হবে না।