পবিত্র আশুরা আজ: শোক, ত্যাগ ও শিক্ষার আলোয় মহররমের দশম দিন পালিত

- আপডেট সময় ১২:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 15
আজ পবিত্র আশুরা, হিজরি বর্ষের মহররম মাসের দশম দিন। শোক, ত্যাগ এবং ইতিহাসের গৌরবময় অধ্যায়ের কারণে এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারবালার মর্মান্তিক প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) এবং তাঁর সঙ্গীদের শাহাদত এই দিনে সংঘটিত হয়েছিল। সেই স্মরণে মুসলিম বিশ্বজুড়ে দিনটি গভীর ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে।
আশুরার দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে মুসলমানরা নফল রোজা, নামাজ, দোয়া এবং অন্যান্য ইবাদতে মগ্ন রয়েছেন। বিশেষত শিয়া সম্প্রদায়ের উদ্যোগে রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসাইনী দালান ইমামবাড়া থেকে সকাল ১০টায় ১০ মহররমের প্রধান তাজিয়া মিছিল বের হবে।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে “পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান আলোচক থাকবেন মুফতি মাওলানা মো. মুজির উদ্দিন এবং সভাপতিত্ব করবেন ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মুসলিম উম্মাহকে আশুরার মহান শিক্ষা অন্তরে ধারণ করে সমাজে সত্য, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
হাদিসে আশুরার রোজার ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে, এই রোজা আগের বছরের গুনাহ ক্ষমার কারণ হয়। রাসুলুল্লাহ (সা.) আশুরার দিন রোজা রাখার পাশাপাশি এর আগের দিন অর্থাৎ ৯ মহররম অথবা পরের দিন ১১ মহররম রোজা রাখার পরামর্শ দিয়েছেন।
এদিকে ১০ মহররমের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপি এক নির্দেশনায় জানিয়েছে, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজি বা পটকা বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। জননিরাপত্তা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুণ্ন রাখতে ১৯৭৬ সালের ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার আলোকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মুসলিম সম্প্রদায়ের কাছে আশুরা শুধু শোকের দিন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ত্যাগ ও সত্যের পথে অটল থাকার প্রেরণার দিন হিসেবেও বিবেচিত। এই শিক্ষাই আজকের প্রজন্মকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় — এমনটাই মত বিশিষ্ট আলেম ও ইসলামিক চিন্তাবিদদের।