ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ জাগতিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বিশ্ব মুসলিম সমাজের জন্য এক মহান অনুকরণীয় আদর্শ। তিনি বলেন, আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, যারা দেশ ছেড়ে পালিয়েও নিষ্ঠুরতার রাজনীতি চালিয়েছে।

শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১০ মহররম মুসলিম সমাজের জন্য অত্যন্ত স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি দিন। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এদিন শহীদ হন। অন্যায়, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর এই আত্মত্যাগ যুগে যুগে মানুষের জন্য প্রেরণার বাতিঘর হয়ে আছে। তিনি বলেন, “ইমাম হোসেনের শাহাদাত ন্যায়বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদার চেতনা জাগ্রত করে।”

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি এবং দেশীয় সম্পদ বিদেশে পাচারের মাধ্যমে দেশে এক অবর্ণনীয় শোষণ ও জুলুম কায়েম করেছে। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে।”
তিনি বলেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের শিক্ষা আমাদের দেশেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে প্রেরণা যোগাবে। আর কোনোভাবে যেন অত্যাচারী শক্তির উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, “কারবালার শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করে অন্যায়ের বিরুদ্ধে যে আদর্শিক সংগ্রাম করেছেন, তা নিপীড়িত মানুষের জন্য সর্বকালের শক্তি ও সাহসের উৎস।”

শেষে তিনি শহীদ ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ চিরকাল মানবতার মুক্তির পথ দেখাবে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

আপডেট সময় ০৭:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ জাগতিক অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বিশ্ব মুসলিম সমাজের জন্য এক মহান অনুকরণীয় আদর্শ। তিনি বলেন, আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, যারা দেশ ছেড়ে পালিয়েও নিষ্ঠুরতার রাজনীতি চালিয়েছে।

শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১০ মহররম মুসলিম সমাজের জন্য অত্যন্ত স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি দিন। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এদিন শহীদ হন। অন্যায়, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর এই আত্মত্যাগ যুগে যুগে মানুষের জন্য প্রেরণার বাতিঘর হয়ে আছে। তিনি বলেন, “ইমাম হোসেনের শাহাদাত ন্যায়বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদার চেতনা জাগ্রত করে।”

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি এবং দেশীয় সম্পদ বিদেশে পাচারের মাধ্যমে দেশে এক অবর্ণনীয় শোষণ ও জুলুম কায়েম করেছে। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে।”
তিনি বলেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের শিক্ষা আমাদের দেশেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে প্রেরণা যোগাবে। আর কোনোভাবে যেন অত্যাচারী শক্তির উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, “কারবালার শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করে অন্যায়ের বিরুদ্ধে যে আদর্শিক সংগ্রাম করেছেন, তা নিপীড়িত মানুষের জন্য সর্বকালের শক্তি ও সাহসের উৎস।”

শেষে তিনি শহীদ ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ চিরকাল মানবতার মুক্তির পথ দেখাবে।