গাজায় নিজেদের ছোড়া ভূল গুলিতে নিহত ৩১ ইসরাইলি সেনা

- আপডেট সময় ০৬:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 2
গাজায় চলমান ২২ মাসের সামরিক আগ্রাসনের মধ্যে নিজেদের ভুল গুলিতে অন্তত ৩১ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ইসরাইলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত মোট ৪৪০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জন নিহত হয়েছেন অভিযান-সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায়, যা মোট নিহত সেনাদের প্রায় ১৬ শতাংশ।
এ ছাড়া নিজেদের ভুল গুলিতে বা ‘ফ্রেন্ডলি ফায়ারে’ প্রাণ হারিয়েছেন ৩১ সেনা। গোলাবারুদ বিস্ফোরণসহ বিভিন্ন দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যান চলাচলের সময় চাপা পড়ে ৭ জন এবং অজ্ঞাত উৎস থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন আরও ৬ জন।
ইসরাইলি আর্মি রেডিও আরও জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল নতুন করে গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৩২ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ২ জন অভিযানকালে দুর্ঘটনায় প্রাণ হারান।
এছাড়া বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার বা নিয়ন্ত্রণের সময় এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনায় আরও ৫ জন সেনা মারা গেছেন। গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এই ধরনের সর্বশেষ একটি দুর্ঘটনা ঘটে, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৮৮২ জন সেনা নিহত এবং ৬ হাজার ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানে নিহত হয়েছেন ৪৪০ জন সেনা।
অন্যদিকে, ইসরাইলের দীর্ঘদিনের সামরিক অভিযান এবং বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।