প্রখ্যাত সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

- আপডেট সময় ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 2
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বর্তমানে তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে তার জানাজার সময়সূচি নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন।
পেশাগত জীবনে এটিএম শামসুল হুদা ছিলেন একজন দক্ষ প্রশাসক। ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তার চাকরি জীবনের শুরু। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হয়ে প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব, পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও দক্ষতা দিয়ে প্রশাসনিক অঙ্গনে তিনি সবার আস্থা অর্জন করেছিলেন।
২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম শামসুল হুদা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়।
তার মৃত্যুতে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে স্মরণ করছেন একজন অভিজ্ঞ, নীতিবান ও দূরদর্শী প্রশাসক হিসেবে, যিনি দেশের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পরিবার ও ঘনিষ্ঠরা এটিএম শামসুল হুদার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।