ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

মালয়েশিয়ায় উগ্রপন্থি সংগঠনের অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

মালয়েশিয়ায় উগ্রপন্থি কর্মকাণ্ডের অভিযোগে নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে একটি চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিস্তারিত তথ্য চেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় হলে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। একইসঙ্গে আটক বাংলাদেশিদের প্রয়োজনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেয়া হয়েছে।

বাংলাদেশ সরকার পুনরায় সন্ত্রাসবাদ, সহিংস উগ্রপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে এবং এই ধরনের কার্যক্রম মোকাবিলায় মালয়েশিয়ার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে সরকারের প্রস্তুতির বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস উগ্রপন্থামূলক তৎপরতার বিরোধিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় উগ্রপন্থি সংগঠনের অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

মালয়েশিয়ায় উগ্রপন্থি কর্মকাণ্ডের অভিযোগে নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে একটি চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিস্তারিত তথ্য চেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় হলে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। একইসঙ্গে আটক বাংলাদেশিদের প্রয়োজনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেয়া হয়েছে।

বাংলাদেশ সরকার পুনরায় সন্ত্রাসবাদ, সহিংস উগ্রপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে এবং এই ধরনের কার্যক্রম মোকাবিলায় মালয়েশিয়ার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে সরকারের প্রস্তুতির বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস উগ্রপন্থামূলক তৎপরতার বিরোধিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।