১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 270

ছবি সংগৃহীত

 

 

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে গরু আনতে ভারতের অভ্যন্তরে যান ইব্রাহিম। পরে আজ বৃহস্পতিবার ভোরের দিকে তারা গরু নিয়ে পোরশা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ধাওয়া করে। এ সময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ইব্রাহিম বিএসএফের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম জানান, এই ঘটনা পোরশা সীমান্তের নিতপুর এলাকার ২২৬ নম্বর পিলারসংলগ্ন এলাকায় ঘটেছে। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই ঘটনার দায় স্বীকার করেননি।

সুবেদার মাহফুজ আলম আরও জানান, নিহতের লাশ উদ্ধার এবং ভারতের বিএসএফের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছেন বিজিবির সদস্যরা।

স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এলাকায় গরু পাচারের ঘটনায় প্রায়ই এ ধরনের অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত টহল এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে সীমান্তের পার্শ্ববর্তী গ্রামের মানুষজন জীবিকার তাগিদে মাঝেমধ্যে বিপদজ্ঞান উপেক্ষা করে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

ঘটনার পর নিহত ইব্রাহিমের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী, সন্তানসহ স্বজনরা লাশ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। বিজিবি আশ্বাস দিয়েছে, সকল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে গরু আনতে ভারতের অভ্যন্তরে যান ইব্রাহিম। পরে আজ বৃহস্পতিবার ভোরের দিকে তারা গরু নিয়ে পোরশা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ধাওয়া করে। এ সময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ইব্রাহিম বিএসএফের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম জানান, এই ঘটনা পোরশা সীমান্তের নিতপুর এলাকার ২২৬ নম্বর পিলারসংলগ্ন এলাকায় ঘটেছে। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই ঘটনার দায় স্বীকার করেননি।

সুবেদার মাহফুজ আলম আরও জানান, নিহতের লাশ উদ্ধার এবং ভারতের বিএসএফের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছেন বিজিবির সদস্যরা।

স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এলাকায় গরু পাচারের ঘটনায় প্রায়ই এ ধরনের অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত টহল এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে সীমান্তের পার্শ্ববর্তী গ্রামের মানুষজন জীবিকার তাগিদে মাঝেমধ্যে বিপদজ্ঞান উপেক্ষা করে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

ঘটনার পর নিহত ইব্রাহিমের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী, সন্তানসহ স্বজনরা লাশ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। বিজিবি আশ্বাস দিয়েছে, সকল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।