১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

জুলাই সনদ দলীয় হলে সার্বজনীনতা হারাবে: আন্দালিভ রহমান পার্থ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি এককভাবে জুলাই সনদ ঘোষণা করে, তাহলে সেটি দলীয় সনদে পরিণত হবে এবং সার্বজনীনতা পাবে না।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, “জুলাই সনদ নিয়ে কথা হয়েছে। যদি সবাই একমত হয়, তাহলে সেটি ঘোষণা করা যেতে পারে। কিন্তু কোনো দল একা একাই এটি দিলে তা সার্বজনীনতা হারাবে।”

তিনি আরও বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাংলাদেশের বাস্তবতায় খুব একটা প্রয়োগযোগ্য নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি স্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক এই সময়ে পিআর পদ্ধতিতে নির্বাচন করার কথা বলা কতটা যৌক্তিক, সেটি নিয়ে ভাবতে হবে।”

পার্থের ভাষায়, “পিআর পদ্ধতিতে নির্বাচন করার প্রস্তাব আসলে কোনো ষড়যন্ত্র কি না, বা নির্বাচনের সময় পেছানোর কৌশল কি না, সেটিও ভেবে দেখা উচিত।”

তিনি জানান, দেশের রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। পার্থের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় এবং পারস্পরিক আস্থার ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য নির্বাচনী রূপরেখা নির্ধারণ করা সম্ভব।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, “সবার অংশগ্রহণ নিশ্চিত করে সামনে এগোনো দরকার। যেকোনো সনদ বা চুক্তি জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন করবে—এটি নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।”

আন্দালিভ রহমান পার্থের এই বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নিয়ে তার সতর্ক অবস্থান নির্বাচনী প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে ভিন্নমত সৃষ্টি করতে পারে বলেই বিশ্লেষকরা মনে করছেন।

পার্থের ভাষায়, “ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য রাখতে হলে সমন্বয় ও স্বচ্ছতার কোনো বিকল্প নেই।”

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদ দলীয় হলে সার্বজনীনতা হারাবে: আন্দালিভ রহমান পার্থ

আপডেট সময় ০৭:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি এককভাবে জুলাই সনদ ঘোষণা করে, তাহলে সেটি দলীয় সনদে পরিণত হবে এবং সার্বজনীনতা পাবে না।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, “জুলাই সনদ নিয়ে কথা হয়েছে। যদি সবাই একমত হয়, তাহলে সেটি ঘোষণা করা যেতে পারে। কিন্তু কোনো দল একা একাই এটি দিলে তা সার্বজনীনতা হারাবে।”

তিনি আরও বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাংলাদেশের বাস্তবতায় খুব একটা প্রয়োগযোগ্য নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি স্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক এই সময়ে পিআর পদ্ধতিতে নির্বাচন করার কথা বলা কতটা যৌক্তিক, সেটি নিয়ে ভাবতে হবে।”

পার্থের ভাষায়, “পিআর পদ্ধতিতে নির্বাচন করার প্রস্তাব আসলে কোনো ষড়যন্ত্র কি না, বা নির্বাচনের সময় পেছানোর কৌশল কি না, সেটিও ভেবে দেখা উচিত।”

তিনি জানান, দেশের রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। পার্থের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় এবং পারস্পরিক আস্থার ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য নির্বাচনী রূপরেখা নির্ধারণ করা সম্ভব।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, “সবার অংশগ্রহণ নিশ্চিত করে সামনে এগোনো দরকার। যেকোনো সনদ বা চুক্তি জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন করবে—এটি নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।”

আন্দালিভ রহমান পার্থের এই বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদ নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নিয়ে তার সতর্ক অবস্থান নির্বাচনী প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে ভিন্নমত সৃষ্টি করতে পারে বলেই বিশ্লেষকরা মনে করছেন।

পার্থের ভাষায়, “ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য রাখতে হলে সমন্বয় ও স্বচ্ছতার কোনো বিকল্প নেই।”