সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহীর ভাগ্য অনিশ্চিত

- আপডেট সময় ০৬:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 1
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার আফ্রিকান ইউনিয়নের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোনা জানিয়েছে, হেলিকপ্টারটিতে আটজন আরোহী ছিলেন, তবে তাদের শারীরিক অবস্থার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
বিধ্বস্ত হেলিকপ্টারটি আফ্রিকান ইউনিয়নের সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন ইন সোমালিয়ার (এইউএসএসওম) অংশ হিসেবে পরিচালিত হচ্ছিল, যার মূল লক্ষ্য আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো।
সোনা সূত্রে জানা যায়, বালি ডোগল এলাকা থেকে ছেড়ে আসা হেলিকপ্টারটি মোগাদিশুর আদেন আডে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, “বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”
এছাড়া সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে সোনা জানিয়েছে, দুর্ঘটনার পরও বিমানবন্দরে স্বাভাবিকভাবে বিমান চলাচল অব্যাহত রয়েছে।
এখনও পর্যন্ত হেলিকপ্টারে থাকা আরোহীদের নিরাপত্তা বা আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত ছবি ও ভিডিওতে দুর্ঘটনার সময় শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
বিশ্লেষকরা বলছেন, আল-শাবাবের হামলার আশঙ্কার মধ্যেই আফ্রিকান ইউনিয়নের এই মিশন অর্থনৈতিক সংকট ও চ্যালেঞ্জের মুখে পড়েছে। হর্ন অব আফ্রিকার এই অঞ্চলে সহিংসতা বাড়তে পারে—এমন শঙ্কা আগে থেকেই ছিল, যা এই ঘটনার পর আরও জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে।
সোমালিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আফ্রিকান ইউনিয়নের এই মিশন দীর্ঘদিন ধরে কাজ করছে। তবে সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের কারণে মিশনের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং এর ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।