জুলাই বিপ্লবের নেতৃত্বে প্রধান নেতা ছিলেন তারেক রহমান: মোর্শেদ হাসান খান

- আপডেট সময় ১০:২৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 9
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই বিপ্লবের প্রধান নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মোর্শেদ বলেন, যখন জাতি হতাশা ও দিকহীনতায় নিমজ্জিত ছিল, তখন প্রবাসে থেকেও তারেক রহমান স্বাধীনতা ও ঐক্যের আহ্বান জানিয়ে জনগণের মনে আশার আলো জাগিয়েছিলেন। তিনি বলেন, “জুলাই বিপ্লব প্রমাণ করেছে যে নেতৃত্ব মানে দূরত্ব নয়, নেতৃত্ব মানে মানুষের হৃদয় জয় করা।”
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ৩৬ দিনব্যাপী কর্মসূচির সূচনা করেছে বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনাসভায় ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আর ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত নেতাকর্মী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশী ৬৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শহীদ পরিবারকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন এবং জুলাই অভ্যুত্থান নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বক্তব্যের শুরুতে অধ্যাপক মোর্শেদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, “অভ্যুত্থানের আগে-পরে তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্ত ও ভাষণ আমাদের শক্তি জুগিয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর জাতিকে ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন।”
ড. মোর্শেদ আরও বলেন, “তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ও গণমানুষের আস্থা।”
তিনি জানান, জনগণের স্বপ্নের বাংলাদেশে আর অন্যায় ও দুঃশাসন থাকবে না, থাকবে ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্র।
বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অনেক নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায্য বিচার দাবি করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি বলেন, “তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে কোটি কোটি মানুষ।