০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা চান ইরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 71

ছবি সংগৃহীত

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার আগে আরও সময়ের প্রয়োজন এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট আশ্বাস দরকার। সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি স্পষ্ট ভাষায় বলেন, খুব শিগগিরই এই আলোচনা শুরু হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, “আলোচনার সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে, যুক্তরাষ্ট্র আবার কোনো সামরিক আক্রমণ চালাবে না। এসব দিক বিবেচনা করতে গিয়ে আমাদের আরও সময়ের প্রয়োজন।”

বিজ্ঞাপন

তবে কূটনৈতিক প্রচেষ্টা যে পুরোপুরি বাতিল হয়ে যায়নি, সেটিও তিনি উল্লেখ করেন। আরাঘচির ভাষায়, “কূটনীতি এখনও সম্ভাবনার বাইরে নয়।”

সম্প্রতি ইসরাইলের ১২ দিনব্যাপী বোমা হামলা থেমে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো মার্কিন গণমাধ্যমের সাথে কথা বলেন আরাঘচি। তিনি দাবি করেন, ইসরাইল সেন্ট্রিফিউজ স্থাপনা ধ্বংস ও ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেও তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

আরাঘচি বলেন, “বোমা হামলা চালিয়ে পারমাণবিক সমৃদ্ধির প্রযুক্তি ও বিজ্ঞানকে ধ্বংস করা সম্ভব নয়। যদি আমাদের ইচ্ছাশক্তি থাকে, তাহলে আমরা এই শিল্পে আবারও অগ্রগতি আনতে পারব এবং দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে সক্ষম হব।”

তিনি আরও বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও দৃঢ় করেছে।

তার ভাষায়, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আজ জাতীয় গর্বের অংশ। আমরা ১২ দিনের যুদ্ধের মধ্য দিয়ে গেছি, সুতরাং মানুষ এত সহজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না।”

বিশ্লেষকদের মতে, ইরান আগের তুলনায় আরও স্পষ্টভাবে জানিয়ে দিল যে, পারমাণবিক সক্ষমতা রক্ষার বিষয়টি তাদের জন্য শুধুমাত্র নিরাপত্তার নয়, বরং জাতীয় মর্যাদার বিষয়ও। ফলে পশ্চিমা বিশ্বের সাথে ভবিষ্যতে সম্ভাব্য আলোচনায়ও এই আত্মমর্যাদার বিষয়টি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: দ্য টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন

পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা চান ইরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার আগে আরও সময়ের প্রয়োজন এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট আশ্বাস দরকার। সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি স্পষ্ট ভাষায় বলেন, খুব শিগগিরই এই আলোচনা শুরু হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, “আলোচনার সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে, যুক্তরাষ্ট্র আবার কোনো সামরিক আক্রমণ চালাবে না। এসব দিক বিবেচনা করতে গিয়ে আমাদের আরও সময়ের প্রয়োজন।”

বিজ্ঞাপন

তবে কূটনৈতিক প্রচেষ্টা যে পুরোপুরি বাতিল হয়ে যায়নি, সেটিও তিনি উল্লেখ করেন। আরাঘচির ভাষায়, “কূটনীতি এখনও সম্ভাবনার বাইরে নয়।”

সম্প্রতি ইসরাইলের ১২ দিনব্যাপী বোমা হামলা থেমে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো মার্কিন গণমাধ্যমের সাথে কথা বলেন আরাঘচি। তিনি দাবি করেন, ইসরাইল সেন্ট্রিফিউজ স্থাপনা ধ্বংস ও ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেও তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

আরাঘচি বলেন, “বোমা হামলা চালিয়ে পারমাণবিক সমৃদ্ধির প্রযুক্তি ও বিজ্ঞানকে ধ্বংস করা সম্ভব নয়। যদি আমাদের ইচ্ছাশক্তি থাকে, তাহলে আমরা এই শিল্পে আবারও অগ্রগতি আনতে পারব এবং দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে সক্ষম হব।”

তিনি আরও বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও দৃঢ় করেছে।

তার ভাষায়, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আজ জাতীয় গর্বের অংশ। আমরা ১২ দিনের যুদ্ধের মধ্য দিয়ে গেছি, সুতরাং মানুষ এত সহজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না।”

বিশ্লেষকদের মতে, ইরান আগের তুলনায় আরও স্পষ্টভাবে জানিয়ে দিল যে, পারমাণবিক সক্ষমতা রক্ষার বিষয়টি তাদের জন্য শুধুমাত্র নিরাপত্তার নয়, বরং জাতীয় মর্যাদার বিষয়ও। ফলে পশ্চিমা বিশ্বের সাথে ভবিষ্যতে সম্ভাব্য আলোচনায়ও এই আত্মমর্যাদার বিষয়টি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: দ্য টাইমস অফ ইসরাইল