ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কর্মসূচিতে শান্তি বজায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 54

ছবি: সংগৃহীত

 

রাজনৈতিক ও সামাজিক নানা কর্মসূচিকে কেন্দ্র করে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩০ জুন) দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি জানান, এ সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন যে সকল কর্মসূচি নিয়েছে, সেগুলো যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে শেষ হোক। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপদেষ্টা আসিফের সঙ্গে ম্যাগজিন বহনের বিষয়েও কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপদেষ্টা আসিফ অনিচ্ছাকৃতভাবে একটি ম্যাগজিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এটি একে-৪৭ রাইফেলের ম্যাগজিন ছিল না, বরং একটি সাধারণ ম্যাগজিন, যা ভুলবশত তার সঙ্গে থেকে যায়।

তবে প্রথম পর্যায়ের নিরাপত্তা তল্লাশিতে কীভাবে এই ম্যাগজিন নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রাথমিক চেকিংয়ে কার গাফিলতিতে বিষয়টি ধরা পড়েনি, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি, বরং পূর্বের তুলনায় আরও ভালো হয়েছে। কুমিল্লা ও পটুয়াখালীতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “মানুষের মাঝে আইনশৃঙ্খলা নিয়ে যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কেটে গেছে। সরকার দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নজরদারিতে রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “কেউ যেন পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, আসন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক কর্মসূচিতে শান্তি বজায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

রাজনৈতিক ও সামাজিক নানা কর্মসূচিকে কেন্দ্র করে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩০ জুন) দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি জানান, এ সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন যে সকল কর্মসূচি নিয়েছে, সেগুলো যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে শেষ হোক। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপদেষ্টা আসিফের সঙ্গে ম্যাগজিন বহনের বিষয়েও কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উপদেষ্টা আসিফ অনিচ্ছাকৃতভাবে একটি ম্যাগজিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এটি একে-৪৭ রাইফেলের ম্যাগজিন ছিল না, বরং একটি সাধারণ ম্যাগজিন, যা ভুলবশত তার সঙ্গে থেকে যায়।

তবে প্রথম পর্যায়ের নিরাপত্তা তল্লাশিতে কীভাবে এই ম্যাগজিন নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রাথমিক চেকিংয়ে কার গাফিলতিতে বিষয়টি ধরা পড়েনি, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি, বরং পূর্বের তুলনায় আরও ভালো হয়েছে। কুমিল্লা ও পটুয়াখালীতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “মানুষের মাঝে আইনশৃঙ্খলা নিয়ে যে উদ্বেগ ছিল, তা অনেকটাই কেটে গেছে। সরকার দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নজরদারিতে রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “কেউ যেন পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, আসন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।