০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ব্যর্থ, এনসিপি নিজেই ঘোষণা দেবে: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 76

ছবি সংগৃহীত

 

সরকারের জুলাই ঘোষণাপত্রের প্রতিশ্রুতির মেয়াদ শেষ হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরা নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেব।”

রোববার (২৯ জুন) রাজধানীর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম জানান, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করবে এনসিপি। এরই অংশ হিসেবে ১ জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ৬৪ জেলার পদযাত্রা শুরু হবে।

তিনি আরও বলেন, ১৬ জুলাই এনসিপি বৈষম্যবিরোধী শহীদ দিবস পালন করবে। এছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার প্রকাশ এবং ঘোষণা পাঠ করবে দলটি।

নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টকে এনসিপি ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে।

তিনি বলেন, “জুলাই আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই আন্দোলন ব্যর্থ হতে পারে না। আমরা দেশব্যাপী মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছি, সেটিই জনগণের সামনে উপস্থাপন করব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ব্যর্থ, এনসিপি নিজেই ঘোষণা দেবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

 

সরকারের জুলাই ঘোষণাপত্রের প্রতিশ্রুতির মেয়াদ শেষ হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরা নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেব।”

রোববার (২৯ জুন) রাজধানীর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম জানান, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করবে এনসিপি। এরই অংশ হিসেবে ১ জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ৬৪ জেলার পদযাত্রা শুরু হবে।

তিনি আরও বলেন, ১৬ জুলাই এনসিপি বৈষম্যবিরোধী শহীদ দিবস পালন করবে। এছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার প্রকাশ এবং ঘোষণা পাঠ করবে দলটি।

নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টকে এনসিপি ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে।

তিনি বলেন, “জুলাই আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই আন্দোলন ব্যর্থ হতে পারে না। আমরা দেশব্যাপী মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছি, সেটিই জনগণের সামনে উপস্থাপন করব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।