অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

- আপডেট সময় ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 15
নীলফামারীর পলাশবাড়িতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলার ঞ্জানদাশ কানইকাটা তেঁতুলতলা রেলঘুমটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই সময় রেললাইন অতিক্রম করছিল। ঠিক তখনই একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি তাদের ওপর সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তেঁতুলতলা রেলক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত। সেখানে নেই কোনো গেট, গেটম্যান বা সতর্ক সংকেত। আগেও এ এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
ঘটনার পর ট্রেনটি কিছু সময় থেমে থাকলেও পরে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে। যদিও এলাকাবাসী বারবার রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে পলাশবাড়ি ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, “রেলক্রসিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে গেট না থাকায় প্রায়ই মানুষকে জীবন দিতে হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুনরায় দ্রুত গেট স্থাপনের আহ্বান জানাচ্ছি।”
রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।