ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

ইসরায়েলের হামলা চললে পারমাণবিক আলোচনা নয়: ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 12

ছবি সংগৃহীত

 

 

ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান কোনো ধরনের পারমাণবিক আলোচনায় অংশ নেবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা জানান।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে দুই নেতা টেলিফোনে আলোচনা করেন। এতে ম্যাখোঁ ইরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং উত্তেজনা আরও না বাড়ানোর অনুরোধ করেন। সেইসঙ্গে যত দ্রুত সম্ভব পারমাণবিক আলোচনা শুরু করার জন্য ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।

তবে এর জবাবে পেজেশকিয়ান বলেন, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে কোনো আলোচনাই সম্ভব নয়।” তিনি স্পষ্ট করে দেন, তেলআবিবের হামলা চলতে থাকলে তেহরান কোনোভাবেই পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে পারবে না।

প্রসঙ্গত, রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত একটি পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সেই আলোচনা বাতিল করা হয়। এরপরই ইরানের পক্ষ থেকে এই কঠোর অবস্থান জানানো হলো।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে এমন সময়ে, যখন ইসরায়েল ও গাজা উপত্যকায় সংঘাত তীব্র আকার ধারণ করছে এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এর প্রেক্ষিতেই ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ইসরায়েলকে ঘিরে ইরানের সাম্প্রতিক অবস্থান ও কড়া বক্তব্য পশ্চিমা কূটনীতিকদের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এখন দেখার বিষয় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তিপূর্ণ সমাধানের কোনো পথ খুঁজে পায় কি না।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের হামলা চললে পারমাণবিক আলোচনা নয়: ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আপডেট সময় ০৩:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

 

 

ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান কোনো ধরনের পারমাণবিক আলোচনায় অংশ নেবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা জানান।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে দুই নেতা টেলিফোনে আলোচনা করেন। এতে ম্যাখোঁ ইরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং উত্তেজনা আরও না বাড়ানোর অনুরোধ করেন। সেইসঙ্গে যত দ্রুত সম্ভব পারমাণবিক আলোচনা শুরু করার জন্য ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।

তবে এর জবাবে পেজেশকিয়ান বলেন, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে কোনো আলোচনাই সম্ভব নয়।” তিনি স্পষ্ট করে দেন, তেলআবিবের হামলা চলতে থাকলে তেহরান কোনোভাবেই পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে পারবে না।

প্রসঙ্গত, রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত একটি পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সেই আলোচনা বাতিল করা হয়। এরপরই ইরানের পক্ষ থেকে এই কঠোর অবস্থান জানানো হলো।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে এমন সময়ে, যখন ইসরায়েল ও গাজা উপত্যকায় সংঘাত তীব্র আকার ধারণ করছে এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এর প্রেক্ষিতেই ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ইসরায়েলকে ঘিরে ইরানের সাম্প্রতিক অবস্থান ও কড়া বক্তব্য পশ্চিমা কূটনীতিকদের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এখন দেখার বিষয় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তিপূর্ণ সমাধানের কোনো পথ খুঁজে পায় কি না।