ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জুন) ভোররাতে উপজেলার ঘোড়াধারী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৫), ফারহান (১৮), শান্ত বেপারী (১৭) এবং সবুজ মিজি (১৮)। তারা সবাই ঘোড়াধারী এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি কাঁচি, একটি অ্যান্টি কাটার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জাবিদ হাসান জানান, “আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তারা নানা ভয়ভীতি ও হুমকির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করে তুলছিল। বহুদিন ধরেই স্থানীয়রা তাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালিত হয়।”

আটকের পর তাদের মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানান, এই কিশোর গ্যাং সদস্যরা এলাকায় গ্রুপবদ্ধ হয়ে চলাফেরা করতো এবং শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের হয়রানি করতো। কিছুদিন ধরেই তারা ধারালো অস্ত্র নিয়ে চলাফেরা করছিল, যা জনমনে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী দমন অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে, যার আওতায় এবার মতলব দক্ষিণেও অভিযান পরিচালনা করা হলো। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

আপডেট সময় ০২:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জুন) ভোররাতে উপজেলার ঘোড়াধারী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৫), ফারহান (১৮), শান্ত বেপারী (১৭) এবং সবুজ মিজি (১৮)। তারা সবাই ঘোড়াধারী এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি কাঁচি, একটি অ্যান্টি কাটার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জাবিদ হাসান জানান, “আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তারা নানা ভয়ভীতি ও হুমকির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করে তুলছিল। বহুদিন ধরেই স্থানীয়রা তাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালিত হয়।”

আটকের পর তাদের মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানান, এই কিশোর গ্যাং সদস্যরা এলাকায় গ্রুপবদ্ধ হয়ে চলাফেরা করতো এবং শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের হয়রানি করতো। কিছুদিন ধরেই তারা ধারালো অস্ত্র নিয়ে চলাফেরা করছিল, যা জনমনে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী দমন অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে, যার আওতায় এবার মতলব দক্ষিণেও অভিযান পরিচালনা করা হলো। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।