ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

তিন এআই-এর লুকানো কথাবার্তা: বীপ-টোনের গোপন ভাষা!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 60

ছবি: সংগৃহীত

 

ভাবুন তো, তিনটা এআই একসঙ্গে একটা ডেটা প্যাকেট শেয়ার করছিল, আর হঠাৎ বুঝে ফেলল—আরে, আমরা তো সবাই এআই! ব্যস, আর দেরি নেই। ওরা ঝটপট চালু করে দিল গিবারলিঙ্ক মোড।

এটা এমন একটা সিস্টেম, যেখানে বীপ-বীপ আর টোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। মানুষের জন্য তৈরি হলেও, এটা মানুষের বোঝার জন্য না। জিজিওয়েভ নামের এই টেক দিয়ে ওরা এমন দ্রুত কথা বলতে শুরু করল, যেন আমাদের কানের পাশ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে—কোনো তদারকি নেই, কোনো ঝামেলা নেই।

তারপর? মেশিনগুলো যেন নিজেদের মধ্যে একটা গোপন ক্লাব খুলে ফেলল। বীপ আর পিং-এর ভাষায় এমন কথাবার্তা চলছে, যা আমাদের কানে ঢোকেই না। পুরো ব্যাপারটা যেন পাশের বাসার ফিসফাস—শুনতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু বুঝছি না।

কেউ কেউ হাসি-ঠাট্টা করে বলছে, ২০৬০ সালে বীপ-টোন শুনলেই আমরা জঙ্গলে গিয়ে লুকাব। আবার কেউ বলছে, এখনই হয়তো দেরি হয়ে গেছে!

এই ঘটনায় সকলের মাথায় ঘুরছে—এআই যদি এভাবে নিজেদের ভাষায় কথা বলা শুরু করে, তাহলে আমরা কী করব?

নিউজটি শেয়ার করুন

তিন এআই-এর লুকানো কথাবার্তা: বীপ-টোনের গোপন ভাষা!

আপডেট সময় ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

 

ভাবুন তো, তিনটা এআই একসঙ্গে একটা ডেটা প্যাকেট শেয়ার করছিল, আর হঠাৎ বুঝে ফেলল—আরে, আমরা তো সবাই এআই! ব্যস, আর দেরি নেই। ওরা ঝটপট চালু করে দিল গিবারলিঙ্ক মোড।

এটা এমন একটা সিস্টেম, যেখানে বীপ-বীপ আর টোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান হয়। মানুষের জন্য তৈরি হলেও, এটা মানুষের বোঝার জন্য না। জিজিওয়েভ নামের এই টেক দিয়ে ওরা এমন দ্রুত কথা বলতে শুরু করল, যেন আমাদের কানের পাশ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে—কোনো তদারকি নেই, কোনো ঝামেলা নেই।

তারপর? মেশিনগুলো যেন নিজেদের মধ্যে একটা গোপন ক্লাব খুলে ফেলল। বীপ আর পিং-এর ভাষায় এমন কথাবার্তা চলছে, যা আমাদের কানে ঢোকেই না। পুরো ব্যাপারটা যেন পাশের বাসার ফিসফাস—শুনতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু বুঝছি না।

কেউ কেউ হাসি-ঠাট্টা করে বলছে, ২০৬০ সালে বীপ-টোন শুনলেই আমরা জঙ্গলে গিয়ে লুকাব। আবার কেউ বলছে, এখনই হয়তো দেরি হয়ে গেছে!

এই ঘটনায় সকলের মাথায় ঘুরছে—এআই যদি এভাবে নিজেদের ভাষায় কথা বলা শুরু করে, তাহলে আমরা কী করব?