০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত

ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করলো বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 55

ছবি: সংগৃহীত

 

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শুক্রবার (৬ জুন) রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সভায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পর্যালোচনা করে বলা হয়েছে, তার বক্তব্য ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা সীমা ছাড়িয়ে রাজনৈতিক ভাষণে রূপ নিয়েছে। সেখানে বন্দর, করিডরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়, যা তার ঘোষিত ‘ম্যান্ডেটের’ বাইরে বলে মন্তব্য করে সভা ক্ষোভ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার প্রস্তাবিত সময় অনুযায়ী আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে রমজান মাস ও গ্রীষ্মকালীন আবহাওয়ার কারণে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হতে পারে। সভার মতে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাস্তব বাধা নেই বলে উল্লেখ করা হয়।

বিএনপি দাবি করেছে, দীর্ঘদিন ধরে জনগণ মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত। ২০২৪ সালের আন্দোলনে জনগণের আত্মত্যাগ সত্ত্বেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও বিলম্বে তারা ক্ষুব্ধ। ফলে রমজান, পরীক্ষাসূচি ও আবহাওয়া বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন জরুরি বলে সভা মনে করে।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবের কারণে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষিত হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে জনগণকে শঙ্কিত করছে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করলো বিএনপি

আপডেট সময় ০১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

 

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শুক্রবার (৬ জুন) রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সভায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পর্যালোচনা করে বলা হয়েছে, তার বক্তব্য ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা সীমা ছাড়িয়ে রাজনৈতিক ভাষণে রূপ নিয়েছে। সেখানে বন্দর, করিডরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়, যা তার ঘোষিত ‘ম্যান্ডেটের’ বাইরে বলে মন্তব্য করে সভা ক্ষোভ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার প্রস্তাবিত সময় অনুযায়ী আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে রমজান মাস ও গ্রীষ্মকালীন আবহাওয়ার কারণে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হতে পারে। সভার মতে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাস্তব বাধা নেই বলে উল্লেখ করা হয়।

বিএনপি দাবি করেছে, দীর্ঘদিন ধরে জনগণ মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত। ২০২৪ সালের আন্দোলনে জনগণের আত্মত্যাগ সত্ত্বেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও বিলম্বে তারা ক্ষুব্ধ। ফলে রমজান, পরীক্ষাসূচি ও আবহাওয়া বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন জরুরি বলে সভা মনে করে।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবের কারণে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষিত হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে জনগণকে শঙ্কিত করছে।