০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

বাজেটে বৈষম্যের প্রতিফলন, বিএনপির ১৮০ দিনের রূপরেখা ঘোষণা আমির খসরুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 80

ছবি সংগৃহীত

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট নির্ধারণে সাধারণ মানুষের জীবনমান ও অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষিত হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনের যে আন্দোলন, তার ছাপ বাজেটে নেই।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। কাগুজে প্রবৃদ্ধির মাধ্যমে বাস্তবতা আড়াল করা হয়েছে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষায় সব ধরনের কর মওকুফ করা হবে।

নির্বাচনকে ঘিরে কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় বিনিয়োগকারীদের আস্থা জন্মাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। শিল্প খাতে অতিরিক্ত কর ও শুল্কের পাশাপাশি অনলাইন উদ্যোক্তাদের ওপর শুল্ক বৃদ্ধির প্রভাবও নিয়ে উদ্বেগ জানান। একইসঙ্গে ব্যাংক খাতের ওপর সরকারের অতিরিক্ত নির্ভরশীলতা এবং কর ফাঁকিদাতাদের প্রতি নরম মনোভাবের সমালোচনা করেন তিনি।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আমির খসরু বলেন, বিএনপি সরকার গঠন করলে নির্বাচনের আগেই ১৮০ দিনের একটি সুস্পষ্ট রূপরেখা ঘোষণা করা হবে। প্রাথমিক স্তর থেকে বহু ভাষা ও কৃষ্টি অন্তর্ভুক্ত করে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষা কার্যক্রমকে কলকারখানার সাথে যুক্ত করে ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হবে।

স্বাস্থ্য খাতে প্রাইমারি হেলথ কেয়ারকে কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করার কথা জানান। শহীদদের স্মরণে সরকারি স্থাপনার নামকরণ ও আর্থিক সহায়তার কথাও বলেন তিনি।

অর্থনৈতিক উন্নয়নে কৃষিকে রপ্তানিমুখী খাতে রূপান্তরের কথা বলেন আমির খসরু। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনে জিডিপিকে ২.৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অফিস বাংলাদেশে স্থাপনের উদ্যোগ, জেলা পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এবং দক্ষ জনগোষ্ঠী গঠনের মাধ্যমে প্রবাসী শ্রমবাজারে প্রেরণ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং গ্রিন অ্যান্ড ক্লিন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন বিএনপির এই নেতা। বিচারহীনতার সংস্কৃতি দূর ও পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণসহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। ১৮০ দিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়ে আমির খসরু বলেন, বিএনপি জিডিপি প্রবৃদ্ধিকে ৮ শতাংশে উন্নীত করতে চায়।

নিউজটি শেয়ার করুন

বাজেটে বৈষম্যের প্রতিফলন, বিএনপির ১৮০ দিনের রূপরেখা ঘোষণা আমির খসরুর

আপডেট সময় ০২:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট নির্ধারণে সাধারণ মানুষের জীবনমান ও অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষিত হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনের যে আন্দোলন, তার ছাপ বাজেটে নেই।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। কাগুজে প্রবৃদ্ধির মাধ্যমে বাস্তবতা আড়াল করা হয়েছে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষায় সব ধরনের কর মওকুফ করা হবে।

নির্বাচনকে ঘিরে কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় বিনিয়োগকারীদের আস্থা জন্মাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। শিল্প খাতে অতিরিক্ত কর ও শুল্কের পাশাপাশি অনলাইন উদ্যোক্তাদের ওপর শুল্ক বৃদ্ধির প্রভাবও নিয়ে উদ্বেগ জানান। একইসঙ্গে ব্যাংক খাতের ওপর সরকারের অতিরিক্ত নির্ভরশীলতা এবং কর ফাঁকিদাতাদের প্রতি নরম মনোভাবের সমালোচনা করেন তিনি।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আমির খসরু বলেন, বিএনপি সরকার গঠন করলে নির্বাচনের আগেই ১৮০ দিনের একটি সুস্পষ্ট রূপরেখা ঘোষণা করা হবে। প্রাথমিক স্তর থেকে বহু ভাষা ও কৃষ্টি অন্তর্ভুক্ত করে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষা কার্যক্রমকে কলকারখানার সাথে যুক্ত করে ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হবে।

স্বাস্থ্য খাতে প্রাইমারি হেলথ কেয়ারকে কার্যকর করার প্রতিশ্রুতি দেন তিনি। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করার কথা জানান। শহীদদের স্মরণে সরকারি স্থাপনার নামকরণ ও আর্থিক সহায়তার কথাও বলেন তিনি।

অর্থনৈতিক উন্নয়নে কৃষিকে রপ্তানিমুখী খাতে রূপান্তরের কথা বলেন আমির খসরু। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনে জিডিপিকে ২.৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অফিস বাংলাদেশে স্থাপনের উদ্যোগ, জেলা পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এবং দক্ষ জনগোষ্ঠী গঠনের মাধ্যমে প্রবাসী শ্রমবাজারে প্রেরণ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং গ্রিন অ্যান্ড ক্লিন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন বিএনপির এই নেতা। বিচারহীনতার সংস্কৃতি দূর ও পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণসহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। ১৮০ দিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়ে আমির খসরু বলেন, বিএনপি জিডিপি প্রবৃদ্ধিকে ৮ শতাংশে উন্নীত করতে চায়।