০৩:০১ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

ধামরাইয়ে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

 

ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বিকেল ৩টার দিকে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস আক্তার (৪৫), তার বড় ছেলে মো. শামীম (১৮) এবং ছোট ছেলে মো. সোলাইমান (৭)। স্বামী রাজা মিয়া এক বছর আগে স্ট্রোক করে মারা গেলে নার্গিস দুই ছেলেকে নিয়ে একাই বসবাস করছিলেন। বড় মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন।

সোমবার সকাল থেকে নার্গিস আক্তারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ না করতে পেরে তার মেয়ে বাড়িতে এসে দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর তিনজনের নিথর দেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

কক্ষের ভেতর থেকে রান্না করা ভাত ও ডিম ভাজি পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের আগে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, স্বামীর মৃত্যুর পর নার্গিস কিছুদিন পারিবারিক ডেকোরেটর ব্যবসা চালিয়েছিলেন। কিন্তু আর্থিক সংকটে পড়ে সেটি বিক্রি করে দেন। এরপর থেকে পরিবারটি অভাব-অনটনের মধ্যেই দিন কাটাচ্ছিল।

তিনি বলেন, “তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কেউ কারও সঙ্গে শত্রুতা করত বলেও জানা যায়নি।”

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির সাংবাদিকদের জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে শোক ও বিস্ময় ছড়িয়ে পড়েছে। তিনটি প্রাণ একই পরিবারের এই মর্মান্তিক ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

ধামরাইয়ে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় ০৭:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

 

 

ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) বিকেল ৩টার দিকে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস আক্তার (৪৫), তার বড় ছেলে মো. শামীম (১৮) এবং ছোট ছেলে মো. সোলাইমান (৭)। স্বামী রাজা মিয়া এক বছর আগে স্ট্রোক করে মারা গেলে নার্গিস দুই ছেলেকে নিয়ে একাই বসবাস করছিলেন। বড় মেয়ে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন।

সোমবার সকাল থেকে নার্গিস আক্তারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ না করতে পেরে তার মেয়ে বাড়িতে এসে দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর তিনজনের নিথর দেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

কক্ষের ভেতর থেকে রান্না করা ভাত ও ডিম ভাজি পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের আগে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, স্বামীর মৃত্যুর পর নার্গিস কিছুদিন পারিবারিক ডেকোরেটর ব্যবসা চালিয়েছিলেন। কিন্তু আর্থিক সংকটে পড়ে সেটি বিক্রি করে দেন। এরপর থেকে পরিবারটি অভাব-অনটনের মধ্যেই দিন কাটাচ্ছিল।

তিনি বলেন, “তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কেউ কারও সঙ্গে শত্রুতা করত বলেও জানা যায়নি।”

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির সাংবাদিকদের জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে শোক ও বিস্ময় ছড়িয়ে পড়েছে। তিনটি প্রাণ একই পরিবারের এই মর্মান্তিক ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে।