ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

তিন মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 22

ছবি সংগৃহীত

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় আন্দোলনের সময় গার্মেন্টকর্মী মিনারুল ইসলাম (২৯) পেটে গুলিবিদ্ধ হন। তাঁকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে গত ২৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র সেলিনা হায়াৎসহ ১৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আইভী ১২ নম্বর আসামি।

একই দিনে ডাচ্-বাংলা ব্যাংকের সামনে আন্দোলনের সময় রিকশাচালক মো. তুহিন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত ও সেলিনা হায়াৎসহ ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া আন্দোলনের সময় হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর বাবা দুলাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক মেয়র আইভী ৯ নম্বর আসামি।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, “তিনটি মামলায় জামিন আবেদন করা হলেও আদালত নামঞ্জুর করেছেন। অথচ এজাহারে তাঁর বিরুদ্ধে সরাসরি কোনো ভূমিকা বা পরিকল্পনার কথা উল্লেখ নেই। জামিন না দিয়ে আদালত তাঁকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছেন।”

সরকারি কৌঁসুলি ওমর ফারুক বলেন, “আইভীর নেতৃত্বে আন্দোলনে হামলা হয়েছে। জামিন পেলে বাদীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”

গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে পুলিশ সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা রয়েছে।তিনবর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী আছেন।

নিউজটি শেয়ার করুন

তিন মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় ০৩:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

সোমবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় আন্দোলনের সময় গার্মেন্টকর্মী মিনারুল ইসলাম (২৯) পেটে গুলিবিদ্ধ হন। তাঁকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে গত ২৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র সেলিনা হায়াৎসহ ১৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আইভী ১২ নম্বর আসামি।

একই দিনে ডাচ্-বাংলা ব্যাংকের সামনে আন্দোলনের সময় রিকশাচালক মো. তুহিন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আলেয়া আক্তার বাদী হয়ে সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত ও সেলিনা হায়াৎসহ ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া আন্দোলনের সময় হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর বাবা দুলাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক মেয়র আইভী ৯ নম্বর আসামি।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, “তিনটি মামলায় জামিন আবেদন করা হলেও আদালত নামঞ্জুর করেছেন। অথচ এজাহারে তাঁর বিরুদ্ধে সরাসরি কোনো ভূমিকা বা পরিকল্পনার কথা উল্লেখ নেই। জামিন না দিয়ে আদালত তাঁকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছেন।”

সরকারি কৌঁসুলি ওমর ফারুক বলেন, “আইভীর নেতৃত্বে আন্দোলনে হামলা হয়েছে। জামিন পেলে বাদীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”

গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে পুলিশ সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা রয়েছে।তিনবর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী আছেন।