ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, চূড়ান্ত হলো সূচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

 

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। নির্ধারিত ছিল ফিরতি সিরিজে পাকিস্তানের বাংলাদেশ সফরের পরিকল্পনা, তবে সূচি নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। পাকিস্তান সিরিজের জন্য প্রাথমিকভাবে একটি চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ জুলাই বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। সালমান আগার নেতৃত্বে পাকিস্তান স্কোয়াড ঢাকায় পা রাখার রপরই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ স্বাগতিক হওয়ায় পুরো সিরিজের সূচি তৈরি ও পরিচালনার দায়িত্বে রয়েছে বিসিবি। সেই লক্ষ্যে প্রাথমিক সূচি তৈরি করে ইতোমধ্যেই তা পাঠানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে। সফরকারী দলের পক্ষ থেকে যদি কোনো আপত্তি না আসে, তাহলে এটিই চূড়ান্ত সূচি হিসেবে বিবেচিত হবে। তবে উভয় বোর্ডের আলোচনার ভিত্তিতে সূচিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ দল, যেখানে তারা অংশ নিচ্ছে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এই সফরের প্রতিদান হিসেবেই এবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সিরিজটিকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দেশের মাটিতে এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ দেশের ক্রিকেট ভক্তদের জন্য নিঃসন্দেহে বাড়তি আনন্দের বার্তা বয়ে আনবে।

সিরিজের সময়সূচি ও অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে আগামী কিছু দিনের মধ্যেই। তবে বিসিবির প্রস্তুতি ও পরিকল্পনায় ইতোমধ্যেই দৃশ্যমান গতি এসেছে।

এই হাইভোল্টেজ সিরিজে দেশের ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়। দেশীয় মাঠে সমর্থকদের উচ্ছ্বাস আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রিকেটারদের লড়াই যে জমজমাট সিরিজ উপহার দেবে, সে ব্যাপারে আশাবাদী বিসিবি এবং ক্রিকেটপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, চূড়ান্ত হলো সূচি

আপডেট সময় ০৬:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

 

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। নির্ধারিত ছিল ফিরতি সিরিজে পাকিস্তানের বাংলাদেশ সফরের পরিকল্পনা, তবে সূচি নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। পাকিস্তান সিরিজের জন্য প্রাথমিকভাবে একটি চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ জুলাই বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। সালমান আগার নেতৃত্বে পাকিস্তান স্কোয়াড ঢাকায় পা রাখার রপরই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ স্বাগতিক হওয়ায় পুরো সিরিজের সূচি তৈরি ও পরিচালনার দায়িত্বে রয়েছে বিসিবি। সেই লক্ষ্যে প্রাথমিক সূচি তৈরি করে ইতোমধ্যেই তা পাঠানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে। সফরকারী দলের পক্ষ থেকে যদি কোনো আপত্তি না আসে, তাহলে এটিই চূড়ান্ত সূচি হিসেবে বিবেচিত হবে। তবে উভয় বোর্ডের আলোচনার ভিত্তিতে সূচিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ দল, যেখানে তারা অংশ নিচ্ছে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এই সফরের প্রতিদান হিসেবেই এবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সিরিজটিকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দেশের মাটিতে এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ দেশের ক্রিকেট ভক্তদের জন্য নিঃসন্দেহে বাড়তি আনন্দের বার্তা বয়ে আনবে।

সিরিজের সময়সূচি ও অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে আগামী কিছু দিনের মধ্যেই। তবে বিসিবির প্রস্তুতি ও পরিকল্পনায় ইতোমধ্যেই দৃশ্যমান গতি এসেছে।

এই হাইভোল্টেজ সিরিজে দেশের ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়। দেশীয় মাঠে সমর্থকদের উচ্ছ্বাস আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রিকেটারদের লড়াই যে জমজমাট সিরিজ উপহার দেবে, সে ব্যাপারে আশাবাদী বিসিবি এবং ক্রিকেটপ্রেমীরা।