০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 22

ছবি সংগৃহীত

 

 

নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দেশটির গণমাধ্যম ‘ডেইলি নাইজেরিয়া’ জানিয়েছে, শনিবার (৩১ মে) সকালে কানো প্রদেশের গারুন মালম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ৩১টি বাসে করে ক্রীড়াবিদ ও কর্মকর্তারা নিজ নিজ প্রদেশে ফিরছিলেন। একটি বাসে ছিলেন ৩৭ জন যাত্রী, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তা। স্থানীয় সময় সকাল ৮টার দিকে গারুন মালম এলাকায় পৌঁছানোর পর ডাকা সালে নামক একটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ১৯ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয় কুরা জেনারেল হাসপাতালে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটির সঙ্গে অন্য কোনো যানবাহনের সংঘর্ষ ঘটেনি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনায় অন্য কোনো বাস ক্ষতিগ্রস্ত হয়নি, বাকি বাসগুলো নিরাপদেই গন্তব্যে পৌঁছেছে।

এই হৃদয়বিদারক ঘটনায় নাইজেরিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এক শোকবার্তায় বলেন, “তারা ছিল আমাদের জাতির সেরা সন্তানদের অন্যতম। নিবেদিত, প্রতিভাবান এবং অঙ্গীকারবদ্ধ ক্রীড়াবিদ, যাদের আমরা হারালাম।”

সরকারিভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শেষে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এ ঘটনায় দেশটির ক্রীড়ামহল এবং সাধারণ নাগরিকদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদের মৃত্যু

আপডেট সময় ১২:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

 

নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দেশটির গণমাধ্যম ‘ডেইলি নাইজেরিয়া’ জানিয়েছে, শনিবার (৩১ মে) সকালে কানো প্রদেশের গারুন মালম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ৩১টি বাসে করে ক্রীড়াবিদ ও কর্মকর্তারা নিজ নিজ প্রদেশে ফিরছিলেন। একটি বাসে ছিলেন ৩৭ জন যাত্রী, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তা। স্থানীয় সময় সকাল ৮টার দিকে গারুন মালম এলাকায় পৌঁছানোর পর ডাকা সালে নামক একটি ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ১৯ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয় কুরা জেনারেল হাসপাতালে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটির সঙ্গে অন্য কোনো যানবাহনের সংঘর্ষ ঘটেনি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনায় অন্য কোনো বাস ক্ষতিগ্রস্ত হয়নি, বাকি বাসগুলো নিরাপদেই গন্তব্যে পৌঁছেছে।

এই হৃদয়বিদারক ঘটনায় নাইজেরিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এক শোকবার্তায় বলেন, “তারা ছিল আমাদের জাতির সেরা সন্তানদের অন্যতম। নিবেদিত, প্রতিভাবান এবং অঙ্গীকারবদ্ধ ক্রীড়াবিদ, যাদের আমরা হারালাম।”

সরকারিভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শেষে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এ ঘটনায় দেশটির ক্রীড়ামহল এবং সাধারণ নাগরিকদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।