রাশিয়ায় সেতু ধসে ট্রেন দুর্ঘটনা, নিহত ৭, আহত অর্ধশতাধিক

- আপডেট সময় ১০:৩৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 9
রাশিয়ার ইউক্রেন সীমান্তের নিকটবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলে একটি মহাসড়কের সেতু ধসে পড়ে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন। রাশিয়ার জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনাস্থলটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার বা ৬২ মাইল দূরে অবস্থিত।
বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিয়ানস্ক অঞ্চলের ওই সেতুটি ধসে পড়ার সময় ভারী যানবাহনসহ কয়েকটি ট্রাক নিচে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের উপর পড়ে যায়। দুর্ঘটনার পরপরই রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধার অভিযান শুরু করে এবং ট্রেনের যাত্রীদের বের করে আনার কাজ চালিয়ে যাচ্ছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, “পরিবহন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের” কারণেই সেতু ধসে পড়ে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুঃখজনকভাবে, সাতজনের মৃত্যু হয়েছে। আহতদের সবাইকে ব্রিয়ানস্ক অঞ্চলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।”
মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
সেতু ধসে পড়ার সময় ট্রেনটির ইঞ্জিন এবং একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, যাত্রীরা ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে একে অপরকে সাহায্য করে ধ্বংসাবশেষের ভেতর থেকে বেরিয়ে আসছেন।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অতিরিক্ত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে আনা হয়েছে ভারী সরঞ্জাম ও আলোক ব্যবস্থা। উদ্ধার তৎপরতা রাতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ট্রেনটি ব্রিয়ানস্ক অঞ্চলের ক্লিমোভো শহর থেকে রওনা হয়ে রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় এটি ভিগোনিচস্কি জেলায় ছিল বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
মস্কো রেলওয়ে আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের নিরাপদে সরিয়ে পাশের একটি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের জন্য ব্রিয়ানস্ক থেকে মস্কোগামী একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।
ঘটনাটি রাশিয়ার পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে কর্তৃপক্ষের তরফ থেকে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে।