০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

ছাত্র-জনতার তথাকথিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর রাজধানীতে প্রথম বড় আকারের সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে।

শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা একটি বড় জনসভা করতে যাচ্ছি। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।”

সরকার পতনের পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল রাজধানীতে একাধিক কর্মসূচি পালন করলেও জামায়াত এতদিন রাজধানীতে উল্লেখযোগ্য কোনো সমাবেশ করেনি। ফলে এটি হতে পারে দলের জন্য একটি কৌশলগত রাজনৈতিক মোড়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের অনুমতি ও স্থান নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত কর্মসূচি ও প্রস্তুতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এখনো পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে জনসভা অনুমোদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসন বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের

আপডেট সময় ০৮:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

ছাত্র-জনতার তথাকথিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর রাজধানীতে প্রথম বড় আকারের সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজনের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে।

শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা একটি বড় জনসভা করতে যাচ্ছি। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।”

সরকার পতনের পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল রাজধানীতে একাধিক কর্মসূচি পালন করলেও জামায়াত এতদিন রাজধানীতে উল্লেখযোগ্য কোনো সমাবেশ করেনি। ফলে এটি হতে পারে দলের জন্য একটি কৌশলগত রাজনৈতিক মোড়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের অনুমতি ও স্থান নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত কর্মসূচি ও প্রস্তুতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এখনো পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে জনসভা অনুমোদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসন বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।