ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় এক কোটির চোরাই পণ্য জব্দ যশোর-চুয়াডাঙ্গা রুটে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা সিরাজগঞ্জে মাত্র ২ মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, লণ্ডভণ্ড ৪ গ্রাম চাকরি না পেয়ে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষে রাজবাড়ীর এনামুল হক সজিবের সাফল্য যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ইসি কোম্পানীগঞ্জে জোয়ারের পানিতে ভেসে এলো যুবকের মরদেহ পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের দক্ষিণ কোরিয়া দূতাবাসের জরুরি নির্দেশনা বিদ্যুৎখাত সংক্রান্ত সব ধরনের চুক্তি পুনরায় পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা

ভারতে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ, চার দিনে আক্রান্ত ১৭শ’র বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 18

ছবি: সংগৃহীত

 

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের হার। সরকারী হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৩,০০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কেরালায়, এরপর রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি।

শনিবার (৩১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২৬ মে পর্যন্ত দেশে মোট ১,০১০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৩০ মে পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২,৭১০ জনে। মাত্র চার দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কেরালায় সর্বোচ্চ ১,১৪৭ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে ৪২৪ জন এবং দিল্লিতে ২৯৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গুজরাটে এই সংখ্যা ২২৩ জন। তামিলনাড়ুতে ১৪৮ জন, কর্ণাটকে ১৪৮ জন এবং পশ্চিমবঙ্গে ১১৬ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া, রাজস্থানে ৫১ জন, উত্তরপ্রদেশে ৪২ জন, পুদুচেরিতে ২৫ জন, এবং হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গোয়াতেও সংক্রমণের খবর রেকর্ড করা হয়েছে। ওড়িশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও করোনা শনাক্ত হয়েছে। তবে আন্দামান ও নিকোবর, সিকিম এবং হিমাচল প্রদেশে এখনো পর্যন্ত কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতজুড়ে করোনাভাইরাসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে দুজনের মৃত্যু হয়েছে, যারা কোভিড-১৯ ছাড়াও অন্যান্য গুরুতর রোগে ভুগছিলেন। যদিও বাকিদের মৃত্যুর কারণ সরাসরি করোনা সংক্রমণ কিনা, তা এখনো নিশ্চিত নয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মারা যাওয়াদের অধিকাংশই প্রবীণ নাগরিক। পাঞ্জাবের একজন ছাড়া বাকিরা সবাই বয়সভিত্তিক ঝুঁকিতে ছিলেন।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত করোনার যে কেসগুলো পাওয়া গেছে, তা বেশিরভাগই হালকা প্রকৃতির। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এই সপ্তাহের শুরুতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর মহাপরিচালক ড. রাজীব বাহল বলেন, “কোভিড-১৯-এর নতুন রূপ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সাবধান থাকা জরুরি। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।”

তিনি আরও বলেন, “যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ক্যান্সার রোগী, তাদের প্রতি আমরা বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

ভারতে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ, চার দিনে আক্রান্ত ১৭শ’র বেশি

আপডেট সময় ০৬:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের হার। সরকারী হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৩,০০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কেরালায়, এরপর রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি।

শনিবার (৩১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২৬ মে পর্যন্ত দেশে মোট ১,০১০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ৩০ মে পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২,৭১০ জনে। মাত্র চার দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কেরালায় সর্বোচ্চ ১,১৪৭ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে ৪২৪ জন এবং দিল্লিতে ২৯৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। গুজরাটে এই সংখ্যা ২২৩ জন। তামিলনাড়ুতে ১৪৮ জন, কর্ণাটকে ১৪৮ জন এবং পশ্চিমবঙ্গে ১১৬ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া, রাজস্থানে ৫১ জন, উত্তরপ্রদেশে ৪২ জন, পুদুচেরিতে ২৫ জন, এবং হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গোয়াতেও সংক্রমণের খবর রেকর্ড করা হয়েছে। ওড়িশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও করোনা শনাক্ত হয়েছে। তবে আন্দামান ও নিকোবর, সিকিম এবং হিমাচল প্রদেশে এখনো পর্যন্ত কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতজুড়ে করোনাভাইরাসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে দুজনের মৃত্যু হয়েছে, যারা কোভিড-১৯ ছাড়াও অন্যান্য গুরুতর রোগে ভুগছিলেন। যদিও বাকিদের মৃত্যুর কারণ সরাসরি করোনা সংক্রমণ কিনা, তা এখনো নিশ্চিত নয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মারা যাওয়াদের অধিকাংশই প্রবীণ নাগরিক। পাঞ্জাবের একজন ছাড়া বাকিরা সবাই বয়সভিত্তিক ঝুঁকিতে ছিলেন।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত করোনার যে কেসগুলো পাওয়া গেছে, তা বেশিরভাগই হালকা প্রকৃতির। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এই সপ্তাহের শুরুতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর মহাপরিচালক ড. রাজীব বাহল বলেন, “কোভিড-১৯-এর নতুন রূপ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সাবধান থাকা জরুরি। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।”

তিনি আরও বলেন, “যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ক্যান্সার রোগী, তাদের প্রতি আমরা বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি।”