০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

সামরিক অভিযানে নাইজেরিয়ায় শীর্ষ কমান্ডারসহ নিহত ৬০ জঙ্গি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 56

ছবি: সংগৃহীত

 

নাইজেরিয়ায় সামরিক অভিযানে শীর্ষ কমান্ডারসহ অন্তত ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার ভোরে বিমান ও স্থলপথে চালানো দুটি পৃথক অভিযানে এই সাফল্যের কথা জানায় দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এ তথ্য জানা গেছে।

নাইজেরিয়ান সেনাবাহিনী জানিয়েছে, বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একযোগে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে চলমান বিদ্রোহ দমনে উত্তর-পূর্বাঞ্চলে এ ধরনের তীব্র সামরিক তৎপরতা চালানো হয়েছে।

প্রথম অভিযানটি চালানো হয় ক্যামেরুন সীমান্তসংলগ্ন বোর্নো রাজ্যের গোজা শহরের কাছে বিটা গ্রামে। এখানে বোকো হারামের একটি ঘাঁটিতে টানা লড়াইয়ের পর অন্তত ৬০ জঙ্গিকে হত্যা করা হয় বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। সামরিক সূত্র জানিয়েছে, অভিযানকালে জঙ্গিরা প্রবল প্রতিরোধের চেষ্টা করে, তবে সেনারা সফলভাবে অভিযান শেষ করতে সক্ষম হয়।

এছাড়া, নাইজার সীমান্তবর্তী আবাদাম জেলার বিটা ও কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে চালানো বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। এসব হামলায়ও বিপুলসংখ্যক জঙ্গির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

অভিযানের দ্বিতীয় ধাপ চালানো হয় চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে। এখানে বোকো হারামের একটি শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় সেনারা। সেনাবাহিনীর এক পৃথক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ওই ঘাঁটির নেতৃত্বদানকারী শীর্ষ কমান্ডার আমির আবু ফাতিমা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত হয় তার কয়েকজন সহযোগীও।

নাইজেরিয়ান সামরিক বাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় এবং জঙ্গি দমনে এমন অভিযান চলমান থাকবে। উত্তর-পূর্ব নাইজেরিয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই বোকো হারাম এবং আইএসডব্লিউএপি’র সহিংস তৎপরতায় ক্ষতবিক্ষত। এবারের অভিযান দেশটিতে জঙ্গিবিরোধী লড়াইয়ে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সামরিক অভিযানে নাইজেরিয়ায় শীর্ষ কমান্ডারসহ নিহত ৬০ জঙ্গি

আপডেট সময় ১১:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

নাইজেরিয়ায় সামরিক অভিযানে শীর্ষ কমান্ডারসহ অন্তত ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার ভোরে বিমান ও স্থলপথে চালানো দুটি পৃথক অভিযানে এই সাফল্যের কথা জানায় দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এ তথ্য জানা গেছে।

নাইজেরিয়ান সেনাবাহিনী জানিয়েছে, বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একযোগে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে চলমান বিদ্রোহ দমনে উত্তর-পূর্বাঞ্চলে এ ধরনের তীব্র সামরিক তৎপরতা চালানো হয়েছে।

প্রথম অভিযানটি চালানো হয় ক্যামেরুন সীমান্তসংলগ্ন বোর্নো রাজ্যের গোজা শহরের কাছে বিটা গ্রামে। এখানে বোকো হারামের একটি ঘাঁটিতে টানা লড়াইয়ের পর অন্তত ৬০ জঙ্গিকে হত্যা করা হয় বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। সামরিক সূত্র জানিয়েছে, অভিযানকালে জঙ্গিরা প্রবল প্রতিরোধের চেষ্টা করে, তবে সেনারা সফলভাবে অভিযান শেষ করতে সক্ষম হয়।

এছাড়া, নাইজার সীমান্তবর্তী আবাদাম জেলার বিটা ও কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে চালানো বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। এসব হামলায়ও বিপুলসংখ্যক জঙ্গির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

অভিযানের দ্বিতীয় ধাপ চালানো হয় চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে। এখানে বোকো হারামের একটি শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় সেনারা। সেনাবাহিনীর এক পৃথক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ওই ঘাঁটির নেতৃত্বদানকারী শীর্ষ কমান্ডার আমির আবু ফাতিমা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত হয় তার কয়েকজন সহযোগীও।

নাইজেরিয়ান সামরিক বাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় এবং জঙ্গি দমনে এমন অভিযান চলমান থাকবে। উত্তর-পূর্ব নাইজেরিয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই বোকো হারাম এবং আইএসডব্লিউএপি’র সহিংস তৎপরতায় ক্ষতবিক্ষত। এবারের অভিযান দেশটিতে জঙ্গিবিরোধী লড়াইয়ে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।