ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১ গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ এক দশক পর চালু হলো ইরাকের মসুল বিমানবন্দর

সামরিক অভিযানে নাইজেরিয়ায় শীর্ষ কমান্ডারসহ নিহত ৬০ জঙ্গি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 46

ছবি: সংগৃহীত

 

নাইজেরিয়ায় সামরিক অভিযানে শীর্ষ কমান্ডারসহ অন্তত ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার ভোরে বিমান ও স্থলপথে চালানো দুটি পৃথক অভিযানে এই সাফল্যের কথা জানায় দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এ তথ্য জানা গেছে।

নাইজেরিয়ান সেনাবাহিনী জানিয়েছে, বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একযোগে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে চলমান বিদ্রোহ দমনে উত্তর-পূর্বাঞ্চলে এ ধরনের তীব্র সামরিক তৎপরতা চালানো হয়েছে।

প্রথম অভিযানটি চালানো হয় ক্যামেরুন সীমান্তসংলগ্ন বোর্নো রাজ্যের গোজা শহরের কাছে বিটা গ্রামে। এখানে বোকো হারামের একটি ঘাঁটিতে টানা লড়াইয়ের পর অন্তত ৬০ জঙ্গিকে হত্যা করা হয় বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। সামরিক সূত্র জানিয়েছে, অভিযানকালে জঙ্গিরা প্রবল প্রতিরোধের চেষ্টা করে, তবে সেনারা সফলভাবে অভিযান শেষ করতে সক্ষম হয়।

এছাড়া, নাইজার সীমান্তবর্তী আবাদাম জেলার বিটা ও কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে চালানো বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। এসব হামলায়ও বিপুলসংখ্যক জঙ্গির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

অভিযানের দ্বিতীয় ধাপ চালানো হয় চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে। এখানে বোকো হারামের একটি শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় সেনারা। সেনাবাহিনীর এক পৃথক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ওই ঘাঁটির নেতৃত্বদানকারী শীর্ষ কমান্ডার আমির আবু ফাতিমা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত হয় তার কয়েকজন সহযোগীও।

নাইজেরিয়ান সামরিক বাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় এবং জঙ্গি দমনে এমন অভিযান চলমান থাকবে। উত্তর-পূর্ব নাইজেরিয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই বোকো হারাম এবং আইএসডব্লিউএপি’র সহিংস তৎপরতায় ক্ষতবিক্ষত। এবারের অভিযান দেশটিতে জঙ্গিবিরোধী লড়াইয়ে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সামরিক অভিযানে নাইজেরিয়ায় শীর্ষ কমান্ডারসহ নিহত ৬০ জঙ্গি

আপডেট সময় ১১:১৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

নাইজেরিয়ায় সামরিক অভিযানে শীর্ষ কমান্ডারসহ অন্তত ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার ভোরে বিমান ও স্থলপথে চালানো দুটি পৃথক অভিযানে এই সাফল্যের কথা জানায় দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এ তথ্য জানা গেছে।

নাইজেরিয়ান সেনাবাহিনী জানিয়েছে, বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একযোগে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে চলমান বিদ্রোহ দমনে উত্তর-পূর্বাঞ্চলে এ ধরনের তীব্র সামরিক তৎপরতা চালানো হয়েছে।

প্রথম অভিযানটি চালানো হয় ক্যামেরুন সীমান্তসংলগ্ন বোর্নো রাজ্যের গোজা শহরের কাছে বিটা গ্রামে। এখানে বোকো হারামের একটি ঘাঁটিতে টানা লড়াইয়ের পর অন্তত ৬০ জঙ্গিকে হত্যা করা হয় বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। সামরিক সূত্র জানিয়েছে, অভিযানকালে জঙ্গিরা প্রবল প্রতিরোধের চেষ্টা করে, তবে সেনারা সফলভাবে অভিযান শেষ করতে সক্ষম হয়।

এছাড়া, নাইজার সীমান্তবর্তী আবাদাম জেলার বিটা ও কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে চালানো বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। এসব হামলায়ও বিপুলসংখ্যক জঙ্গির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

অভিযানের দ্বিতীয় ধাপ চালানো হয় চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে। এখানে বোকো হারামের একটি শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় সেনারা। সেনাবাহিনীর এক পৃথক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ওই ঘাঁটির নেতৃত্বদানকারী শীর্ষ কমান্ডার আমির আবু ফাতিমা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত হয় তার কয়েকজন সহযোগীও।

নাইজেরিয়ান সামরিক বাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় এবং জঙ্গি দমনে এমন অভিযান চলমান থাকবে। উত্তর-পূর্ব নাইজেরিয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই বোকো হারাম এবং আইএসডব্লিউএপি’র সহিংস তৎপরতায় ক্ষতবিক্ষত। এবারের অভিযান দেশটিতে জঙ্গিবিরোধী লড়াইয়ে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।