ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৫ আগস্ট ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন উপেক্ষার জবাবে দুর্দান্ত হ্যাটট্রিক রোনালদোর ঢাবির আবাসিক হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা গাজায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার মুসলিম দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউরোপীয় রাব্বানিক সম্মেলন, আয়োজক আজারবাইজান যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা মার্কিন শুল্ক নীতিতে BRICS জোটে নতুন ঐক্যের ঢেউ। চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা”

ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত অন্তত ১০, উদ্ধার তৎপরতা চলছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 23

ছবি: সংগৃহীত

 

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি পাথর খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএনপিবি জানায়, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে পশ্চিম জাভার সিরেবন জেলার গুনুং কুদা খনিতে। ধসের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। এখনো ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বড় বড় পাথর সরিয়ে মরদেহ ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। একটি ভিডিওতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের আপ্রাণ চেষ্টা করতে দেখা যায়। অন্য এক ক্লিপে দেখা যায়, ধস নামার সময় ধুলোয় আচ্ছন্ন পরিবেশে আতঙ্কিত মানুষজন দিগ্বিদিক ছুটে পালাচ্ছেন।

সংস্থাটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে তিনটি এক্সকাভেটরসহ আরও কিছু ভারী যন্ত্রপাতি। শনিবার পর্যন্ত চলবে উদ্ধার অভিযান।

সিরেবন জেলার পুলিশপ্রধান সুমারনি জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত এক ডজনেরও বেশি আহত ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে খনি মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কর্তৃপক্ষ।

উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, জরুরি সেবাকর্মী ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে অংশ নিচ্ছেন। উদ্ধার তৎপরতায় পাঁচটি এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে।

তবে দুর্গমতা ও ভূখণ্ডের অস্থিতিশীল অবস্থার কারণে নতুন করে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধারকাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত অন্তত ১০, উদ্ধার তৎপরতা চলছে

আপডেট সময় ১১:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি পাথর খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএনপিবি জানায়, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে পশ্চিম জাভার সিরেবন জেলার গুনুং কুদা খনিতে। ধসের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। এখনো ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বড় বড় পাথর সরিয়ে মরদেহ ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। একটি ভিডিওতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের আপ্রাণ চেষ্টা করতে দেখা যায়। অন্য এক ক্লিপে দেখা যায়, ধস নামার সময় ধুলোয় আচ্ছন্ন পরিবেশে আতঙ্কিত মানুষজন দিগ্বিদিক ছুটে পালাচ্ছেন।

সংস্থাটি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে তিনটি এক্সকাভেটরসহ আরও কিছু ভারী যন্ত্রপাতি। শনিবার পর্যন্ত চলবে উদ্ধার অভিযান।

সিরেবন জেলার পুলিশপ্রধান সুমারনি জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত এক ডজনেরও বেশি আহত ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে খনি মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কর্তৃপক্ষ।

উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, জরুরি সেবাকর্মী ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে অংশ নিচ্ছেন। উদ্ধার তৎপরতায় পাঁচটি এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে।

তবে দুর্গমতা ও ভূখণ্ডের অস্থিতিশীল অবস্থার কারণে নতুন করে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধারকাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা