ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 26

ছবি সংগৃহীত

 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন আশায় পাকিস্তান সফরে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

দলের পারফরম্যান্সে সাম্প্রতিক ছন্দপতন থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক লিটন দাস। তার ভাষায়, ‘আমরা জানি কোথায় ভুল করেছি। এ সিরিজ নতুন, চ্যালেঞ্জও নতুন। আমরা বিশ্বাস করি, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।’

যদিও ইনজুরির কারণে নেই মূল পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাও। এমন অবস্থায় হাসান মাহমুদ, তানজিম সাকিব, শরিফুল ইসলামের ওপর ভরসা রাখতে হচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাতে ইউএই ব্যাটসম্যানদের কাছে এ তরুণ বোলাররা ছিলেন যথেষ্ট ব্যতিব্যস্ত। তা সত্ত্বেও লিটন বলছেন, ‘তাসকিন-ফিজ না খেললেও যারা সুযোগ পাবে, তাদের জন্য এটি বড় মঞ্চ। ভুল থেকে শিখতে হবে।’

এদিকে পাকিস্তানি ক্রিকেটাররা রয়েছেন দারুণ ফর্মে। সদ্য শেষ হওয়া পিএসএলে ব্যাট হাতে নজর কাড়েন অনেকে। লাহোরে তাই স্বাগতিকদের আত্মবিশ্বাস তুঙ্গে। লক্ষ্য পরিষ্কার শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলা, বিশেষ করে লিটন দাসকে দ্রুত ফেরানো।

তবে ব্যাটিং ইউনিটে কিছুটা আশার আলো জ্বালিয়েছে টাইগাররা। ইউএই সিরিজে পারভেজ ইমন করেছেন সেঞ্চুরি, রান পেয়েছেন তানজিদ তামিম ও জাকের আলি। সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

মজার ব্যাপার হলো, পাকিস্তান সফরের সূচি অনুযায়ী সিরিজ শুরু হওয়ার কথা ছিল ফয়সালাবাদে। কিন্তু হালকা মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে ভেন্যু পরিবর্তন করে নেয়া হয় লাহোরে। যদিও ভেন্যু পাল্টালেও বাংলাদেশের মনোভাব বদলায়নি।

তবে পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের মাটিতে এখনো জয় অধরা টাইগারদের। সবশেষ সফরে টেস্টে দারুণ খেললেও টি-টোয়েন্টিতে ঘরের মাঠে পাকিস্তানের কাছে বারবার হেরেছে বাংলাদেশ। মোট ১৯ টি-টোয়েন্টিতে জয় এসেছে মাত্র তিনটিতে।

সেই খরা কাটানোর লক্ষ্যেই আজ লাহোরে মাঠে নামছে বাংলাদেশ। ভুল শোধরানোর আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এটিই হতে পারে আদর্শ মঞ্চ।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

আপডেট সময় ০৮:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন আশায় পাকিস্তান সফরে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

দলের পারফরম্যান্সে সাম্প্রতিক ছন্দপতন থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক লিটন দাস। তার ভাষায়, ‘আমরা জানি কোথায় ভুল করেছি। এ সিরিজ নতুন, চ্যালেঞ্জও নতুন। আমরা বিশ্বাস করি, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।’

যদিও ইনজুরির কারণে নেই মূল পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাও। এমন অবস্থায় হাসান মাহমুদ, তানজিম সাকিব, শরিফুল ইসলামের ওপর ভরসা রাখতে হচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাতে ইউএই ব্যাটসম্যানদের কাছে এ তরুণ বোলাররা ছিলেন যথেষ্ট ব্যতিব্যস্ত। তা সত্ত্বেও লিটন বলছেন, ‘তাসকিন-ফিজ না খেললেও যারা সুযোগ পাবে, তাদের জন্য এটি বড় মঞ্চ। ভুল থেকে শিখতে হবে।’

এদিকে পাকিস্তানি ক্রিকেটাররা রয়েছেন দারুণ ফর্মে। সদ্য শেষ হওয়া পিএসএলে ব্যাট হাতে নজর কাড়েন অনেকে। লাহোরে তাই স্বাগতিকদের আত্মবিশ্বাস তুঙ্গে। লক্ষ্য পরিষ্কার শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলা, বিশেষ করে লিটন দাসকে দ্রুত ফেরানো।

তবে ব্যাটিং ইউনিটে কিছুটা আশার আলো জ্বালিয়েছে টাইগাররা। ইউএই সিরিজে পারভেজ ইমন করেছেন সেঞ্চুরি, রান পেয়েছেন তানজিদ তামিম ও জাকের আলি। সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

মজার ব্যাপার হলো, পাকিস্তান সফরের সূচি অনুযায়ী সিরিজ শুরু হওয়ার কথা ছিল ফয়সালাবাদে। কিন্তু হালকা মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে ভেন্যু পরিবর্তন করে নেয়া হয় লাহোরে। যদিও ভেন্যু পাল্টালেও বাংলাদেশের মনোভাব বদলায়নি।

তবে পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের মাটিতে এখনো জয় অধরা টাইগারদের। সবশেষ সফরে টেস্টে দারুণ খেললেও টি-টোয়েন্টিতে ঘরের মাঠে পাকিস্তানের কাছে বারবার হেরেছে বাংলাদেশ। মোট ১৯ টি-টোয়েন্টিতে জয় এসেছে মাত্র তিনটিতে।

সেই খরা কাটানোর লক্ষ্যেই আজ লাহোরে মাঠে নামছে বাংলাদেশ। ভুল শোধরানোর আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এটিই হতে পারে আদর্শ মঞ্চ।