০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ: মধ্যপ্রাচ্য সংকটে নতুন কূটনৈতিক মাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, যুদ্ধ ও আন্তর্জাতিক বিরোধিতার মধ্যেও ফিলিস্তিন এবার এক নতুন কূটনৈতিক সমর্থন পেয়েছে। কলম্বিয়া সরকার প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এই ঘোষণা দেয়।

নিয়োগ পাওয়া খোরখে ইভান ওসপিনাকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

২০২৪ সালের মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলকে “দখলদার ও যুদ্ধবাজ রাষ্ট্র” আখ্যা দিয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তোলেন।

তারই ধারাবাহিকতায় রামাল্লায় কলম্বিয়ার দূতাবাস খোলার ঘোষণা আসে এবং এবার ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে সে সিদ্ধান্ত বাস্তবায়নের পথে অগ্রসর হলো।

এই ঘটনাকে ঘিরে ফিলিস্তিন আরও একটি কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। সোমবার (২৭ মে) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বার্ষিক সম্মেলনে একটি প্রতীকী ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনকে WHO সদরদপ্তরে পতাকা তোলার অনুমতি দেওয়া হয়।

প্রস্তাবটি উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ একাধিক দেশ। ৯৫টি দেশ সমর্থন করে, ইসরাইল, হাঙ্গেরি, চেক রিপাবলিক ও জার্মানি বিরোধিতা করে।

বিশ্লেষকদের মতে, এই প্রতীকী ভোট ফিলিস্তিনকে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় স্বীকৃতি পাওয়ার পথে এগিয়ে নেবে। সম্প্রতি ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশও বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা করছে। তবে ইসরাইল এই স্বীকৃতির সম্ভাবনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে তারা পশ্চিম তীর পুরোপুরি দখলে নেবে।

এদিকে ফিলিস্তিনে সহিংসতা থেমে নেই। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৮ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,০৫৬ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০-এর বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ এবং অনেককে মৃত বলে ধারণা করা হচ্ছে।

কলম্বিয়ার রাষ্ট্রদূত নিয়োগ ও WHO-তে পতাকা উত্তোলনের ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংকটে ফিলিস্তিনের আন্তর্জাতিক অবস্থানকে আরও জোরদার করতে পারে।
এই পদক্ষেপগুলো ইসরাইলের একতরফা আগ্রাসনের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্ব সম্প্রদায়ের এখন দায়িত্ব, নিরাপত্তা, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়া।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ: মধ্যপ্রাচ্য সংকটে নতুন কূটনৈতিক মাত্রা

আপডেট সময় ০৭:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, যুদ্ধ ও আন্তর্জাতিক বিরোধিতার মধ্যেও ফিলিস্তিন এবার এক নতুন কূটনৈতিক সমর্থন পেয়েছে। কলম্বিয়া সরকার প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এই ঘোষণা দেয়।

নিয়োগ পাওয়া খোরখে ইভান ওসপিনাকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন

২০২৪ সালের মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলকে “দখলদার ও যুদ্ধবাজ রাষ্ট্র” আখ্যা দিয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তোলেন।

তারই ধারাবাহিকতায় রামাল্লায় কলম্বিয়ার দূতাবাস খোলার ঘোষণা আসে এবং এবার ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে সে সিদ্ধান্ত বাস্তবায়নের পথে অগ্রসর হলো।

এই ঘটনাকে ঘিরে ফিলিস্তিন আরও একটি কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। সোমবার (২৭ মে) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বার্ষিক সম্মেলনে একটি প্রতীকী ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনকে WHO সদরদপ্তরে পতাকা তোলার অনুমতি দেওয়া হয়।

প্রস্তাবটি উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ একাধিক দেশ। ৯৫টি দেশ সমর্থন করে, ইসরাইল, হাঙ্গেরি, চেক রিপাবলিক ও জার্মানি বিরোধিতা করে।

বিশ্লেষকদের মতে, এই প্রতীকী ভোট ফিলিস্তিনকে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় স্বীকৃতি পাওয়ার পথে এগিয়ে নেবে। সম্প্রতি ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশও বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা করছে। তবে ইসরাইল এই স্বীকৃতির সম্ভাবনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে তারা পশ্চিম তীর পুরোপুরি দখলে নেবে।

এদিকে ফিলিস্তিনে সহিংসতা থেমে নেই। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৮ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,০৫৬ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০-এর বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ এবং অনেককে মৃত বলে ধারণা করা হচ্ছে।

কলম্বিয়ার রাষ্ট্রদূত নিয়োগ ও WHO-তে পতাকা উত্তোলনের ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংকটে ফিলিস্তিনের আন্তর্জাতিক অবস্থানকে আরও জোরদার করতে পারে।
এই পদক্ষেপগুলো ইসরাইলের একতরফা আগ্রাসনের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্ব সম্প্রদায়ের এখন দায়িত্ব, নিরাপত্তা, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়া।