লিভারপুলে বিজয় উৎসবে ভিড়ের মধ্যে ঢুকে শিশু-সহ আহত বহু

- আপডেট সময় ১১:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 8
যুক্তরাজ্যের লিভারপুলে প্রিমিয়ার লিগ জয় উদযাপনের আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়, যখন এক চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে উৎসবমুখর জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। এতে এক শিশু ও একজন প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হন, পাশাপাশি অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সোমবার রাতে ব্রিটিশ কর্মকর্তারা এ তথ্য জানান।
সারা দিনের উদ্দীপনা আর উৎসবের আবহে শহরের কেন্দ্রস্থলে হাজার হাজার লিভারপুল সমর্থক বিজয় উদযাপনে অংশ নেন। কিন্তু সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ ঘটে এই মর্মান্তিক ঘটনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি আচমকা জনতার মধ্যে ঢুকে পড়ে, অনেকে ছিটকে পড়েন, আর আশপাশের মানুষ দৌড়ে এসে সাহায্যের চেষ্টা করেন।
মার্সিসাইড পুলিশ জানিয়েছে, ৫৩ বছর বয়সী লিভারপুল এলাকার এক ব্রিটিশ নাগরিককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয় এবং ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস বলেন, “আমরা বিশ্বাস করি এই ঘটনায় আর কেউ জড়িত নেই। তদন্ত চলছে, এবং সবাইকে অনুরোধ করছি এই ঘটনার মর্মান্তিক ভিডিও বা ছবি অনলাইনে শেয়ার না করতে।”
উত্তর-পশ্চিম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রায় ২০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়াও অনেকে নিজেরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান কর্মকর্তা নিক সিয়ার্ল বলেন, “গাড়ির নিচ থেকে তিনজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন বলেন, “এই আনন্দঘন দিনে এমন একটি ঘটনায় শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমরা যত দ্রুত সম্ভব বিস্তারিত তথ্য জানাব।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক টুইটে লেখেন, “লিভারপুলের দৃশ্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি রইল এবং জরুরি সেবা কর্মীদের ধন্যবাদ জানাই।”
লিভারপুল ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানায়, “এই হৃদয়বিদারক ঘটনায় যারা আহত হয়েছেন তাদের জন্য আমাদের প্রার্থনা রইল। আমরা স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”
তদন্ত এখনো চলছে, এবং চালকের উদ্দেশ্য জানার জন্য বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন। যদিও পুলিশ এখন পর্যন্ত এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে না, তবে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী সন্ত্রাসবিরোধী ইউনিটও এ তদন্তে সংশ্লিষ্ট রয়েছে।