ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে এসএসসি-সমমান পরীক্ষায় পাস করেনি ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাহাড় ধ্বসে আশঙ্কায় বান্দরবানের ৯০টি রিসোর্ট বন্ধ মানিকগঞ্জে সাপের কামড়ে মৃত্যু নয়, গাফিলতিতেই গেল ৬ বছরের মুন্নির প্রাণ

ঈদের তারিখ জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

 

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য ২৭ মে, মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। গালফ নিউজের খবরে জানানো হয়, ওই দিন জিলকদ মাসের ২৯তম দিন হওয়ায় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ মে) সৌদি সুপ্রিম কোর্ট এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, ২৭ মে সন্ধ্যায় কেউ খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেশের আকাশে চাঁদ দেখতে পেলে তা নিকটবর্তী কোর্টে জানাতে হবে। চাঁদ দেখার বিষয়ে আগ্রহী নাগরিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ইসলামি বিধান অনুযায়ী চাঁদ দেখা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজরি সনের মাসগুলো চন্দ্রপঞ্জিকার ভিত্তিতে গণনা করা হয়। একেকটি মাস হয় ২৯ বা ৩০ দিনের, যা নির্ভর করে চাঁদ দেখার ওপর।

যদি ২৭ মে চাঁদ দেখা যায়, তাহলে পরদিন থেকে শুরু হবে পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন (শুক্রবার)। অন্যদিকে, যদি ওই দিন চাঁদ দেখা না যায় এবং জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে ঈদ উদযাপিত হবে ৭ জুন (শনিবার)।

পবিত্র জিলহজ মাসে বিশ্বের মুসলিমরা হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হন। ধারণা করা হচ্ছে, এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন, বুধবার থেকে। হজ হচ্ছে ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি। আর্থিকভাবে সামর্থ্যবান এবং শারীরিকভাবে সুস্থ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

এই পবিত্র মাস ও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ভর করবে চাঁদ দেখার ওপর। ফলে ২৭ মে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি মুসলিম বিশ্বে গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঈদের তারিখ জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

 

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য ২৭ মে, মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। গালফ নিউজের খবরে জানানো হয়, ওই দিন জিলকদ মাসের ২৯তম দিন হওয়ায় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ মে) সৌদি সুপ্রিম কোর্ট এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, ২৭ মে সন্ধ্যায় কেউ খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেশের আকাশে চাঁদ দেখতে পেলে তা নিকটবর্তী কোর্টে জানাতে হবে। চাঁদ দেখার বিষয়ে আগ্রহী নাগরিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ইসলামি বিধান অনুযায়ী চাঁদ দেখা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজরি সনের মাসগুলো চন্দ্রপঞ্জিকার ভিত্তিতে গণনা করা হয়। একেকটি মাস হয় ২৯ বা ৩০ দিনের, যা নির্ভর করে চাঁদ দেখার ওপর।

যদি ২৭ মে চাঁদ দেখা যায়, তাহলে পরদিন থেকে শুরু হবে পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন (শুক্রবার)। অন্যদিকে, যদি ওই দিন চাঁদ দেখা না যায় এবং জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে ঈদ উদযাপিত হবে ৭ জুন (শনিবার)।

পবিত্র জিলহজ মাসে বিশ্বের মুসলিমরা হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হন। ধারণা করা হচ্ছে, এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন, বুধবার থেকে। হজ হচ্ছে ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি। আর্থিকভাবে সামর্থ্যবান এবং শারীরিকভাবে সুস্থ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

এই পবিত্র মাস ও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ভর করবে চাঁদ দেখার ওপর। ফলে ২৭ মে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি মুসলিম বিশ্বে গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে।