বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই

- আপডেট সময় ০৩:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 11
বলিউডের আকাশ থেকে ঝরে পড়ল আরও এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। বৃহস্পতিবার, ২৩ মে, শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ (২৪ মে) গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশ পায়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। শেষপর্যন্ত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
‘সান অফ সারদার’-খ্যাত অভিনেতা বিন্দু দারা সিং নিশ্চিত করেছেন মুকুলের মৃত্যুর খবর। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, “মুকুলকে আর বড় পর্দায় দেখা যাবে না এটা ভাবতেই খুব কষ্ট হয়। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই ও নিজেকে গুটিয়ে নিয়েছিল। কাউকে তেমন দেখত না, কারও সঙ্গে মিশত না। শেষদিকে ওর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়, ফলে ওকে হাসপাতালে নিতে হয়। যারা ওকে ভালোবাসতেন, বিশেষ করে ওর ভাই তাদের প্রতি আমার গভীর সমবেদনা। মুকুল একজন দারুণ মানুষ ছিলেন, আমরা সবাই ওকে মিস করব।”
মুকুলের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, “মুকুল কখনোই তার অসুস্থতা নিয়ে মুখ খুলত না। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে প্রায়ই কথা হতো। সকালে ঘুম থেকে উঠে ওর মৃত্যুর খবর পাই। তারপর থেকেই বারবার ফোন করছি ওর নম্বরে, ভাবছি যদি ধরেই ফেলে!”
মুকুল দেব ১৯৯৬ সালে মুকেশ ভাট প্রযোজিত ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। সেই সিনেমায় তিনি অভিনয় করেন সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে। এরপর তিনি ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সান অফ সারদার’, ‘ডন’-এর মতো বহু হিট সিনেমায় অভিনয় করেন। শুধু বলিউড নয়, তিনি তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি সিনেমাতেও কাজ করেছেন।
উল্লেখ্য, তিনি ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।
মুকুল দেবের আকস্মিক প্রস্থানে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। সহকর্মীরা তার স্মৃতিচারণায় ব্যস্ত, আর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন হৃদয়বিদারক বার্তায়।