শক্তিশালী ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতের উত্তরপ্রদেশে একদিনেই ৪৫ জনের প্রাণহানি

- আপডেট সময় ০২:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 5
ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন। বৃহস্পতিবার, ২২ মে, রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রাণঘাতী দুর্যোগে ঘটে মর্মান্তিক এই ঘটনা।
উত্তরপ্রদেশ সরকারের ত্রাণ কমিশনার ভানুচন্দ্র গোস্বামী নিশ্চিত করেছেন, রাজ্যের মোট ১৮টি জেলা থেকে হতাহতের খবর পাওয়া গেছে। ঝড়ের সময় বজ্রপাত এবং ঘরবাড়ির ছাদ ধসে প্রাণহানির ঘটনা ঘটে বলে জানান তিনি।
প্রাণহানির দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা কাশগঞ্জ ও ফতেহপুর, যেখানে প্রতিটিতে পাঁচজন করে নিহত হয়েছেন। এছাড়া মীরাট ও আওরাইয়ায় চারজন করে, বুলন্দশহর, কানপুর নগর, গৌতম বুদ্ধ নগর ও কনৌজে তিনজন করে, এতাহ, গাজিয়াবাদ, এতাওয়াহ ও কানপুর দেহাতে দুইজন করে এবং ফিরোজাবাদ, আলীগড়, হাথরাস, আমেথি, চিত্রকূট ও আম্বেদকারনগরে একজন করে নিহত হয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২২ মে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল মৌসুমী ঝড় বয়ে যায়। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করছিল, যা ব্যাপক ক্ষয়ক্ষতির অন্যতম কারণ।
এছাড়া বজ্রপাতজনিত মৃত্যুর পাশাপাশি, অনেকেই প্রাণ হারিয়েছেন ঝড়ে ঘরের ছাদ ধসে পড়ার কারণে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং যথাযথ সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মে মাসের শেষভাগে ভারতে এমন প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই দেখা যায়। তবে এবারের ঝড়-বৃষ্টির তীব্রতা এবং প্রাণহানির সংখ্যা বিশেষভাবে দুঃখজনক ও উদ্বেগজনক বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিকে রাজ্য প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠানো শুরু করেছে। একই সঙ্গে পরবর্তী কয়েকদিন আরও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ।