০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ঈদে বাজারে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 124

ছবি সংগৃহীত

 

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার নোট। তবে নতুন টাকায় আর থাকছে না কোনো ব্যক্তির ছবি এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গভর্নর জানান, “নতুন নোটগুলোতে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি। এতে কোনো ব্যক্তির ছবি থাকবে না।”

প্রথম ধাপে বাজারে আসছে: ১০০০ টাকার নোট, ৫০ টাকার নোট, ২০ টাকার নোট

টাঁকশাল সূত্রে জানা গেছে, ২০ টাকার নোট ছাপার কাজ প্রায় শেষ, এবং আগামী সপ্তাহেই তা বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। এরপর ধাপে ধাপে ৫০ ও ১০০০ টাকার নোটও হস্তান্তর করা হবে।

নতুন নোট ছাপার এই সিদ্ধান্ত নেওয়া হয় গত ডিসেম্বরে, যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা।

টাঁকশাল জানায়, তাদের প্রযুক্তিগত সক্ষমতার সীমাবদ্ধতার কারণে একসঙ্গে তিনটির বেশি নতুন নোট ছাপানো সম্ভব নয়। তাই ধাপে ধাপে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গভর্নর আরও বলেন, “অর্থপাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। ইতিমধ্যে কিছু সম্পদ ফ্রিজ করা হয়েছে, যা অর্থ ফেরত আনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত।”

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের কারণে বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে, ফলে চাপও বাড়ছে।

ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন ০.৫% কমিশন নেওয়া হবে, এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়ার পথ সহজ হবে।

এই পাইলট প্রকল্পে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সহায়তায় পাঁচটি বেসরকারি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে।

ব্যাংকগুলো যেন দেশের প্রতিটি স্কুলের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক স্বাক্ষরতা বাড়ানোর কাজ করে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ঈদে বাজারে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

আপডেট সময় ০২:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার নোট। তবে নতুন টাকায় আর থাকছে না কোনো ব্যক্তির ছবি এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গভর্নর জানান, “নতুন নোটগুলোতে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি। এতে কোনো ব্যক্তির ছবি থাকবে না।”

প্রথম ধাপে বাজারে আসছে: ১০০০ টাকার নোট, ৫০ টাকার নোট, ২০ টাকার নোট

টাঁকশাল সূত্রে জানা গেছে, ২০ টাকার নোট ছাপার কাজ প্রায় শেষ, এবং আগামী সপ্তাহেই তা বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। এরপর ধাপে ধাপে ৫০ ও ১০০০ টাকার নোটও হস্তান্তর করা হবে।

নতুন নোট ছাপার এই সিদ্ধান্ত নেওয়া হয় গত ডিসেম্বরে, যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা।

টাঁকশাল জানায়, তাদের প্রযুক্তিগত সক্ষমতার সীমাবদ্ধতার কারণে একসঙ্গে তিনটির বেশি নতুন নোট ছাপানো সম্ভব নয়। তাই ধাপে ধাপে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গভর্নর আরও বলেন, “অর্থপাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। ইতিমধ্যে কিছু সম্পদ ফ্রিজ করা হয়েছে, যা অর্থ ফেরত আনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত।”

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের কারণে বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে, ফলে চাপও বাড়ছে।

ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন ০.৫% কমিশন নেওয়া হবে, এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়ার পথ সহজ হবে।

এই পাইলট প্রকল্পে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সহায়তায় পাঁচটি বেসরকারি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে।

ব্যাংকগুলো যেন দেশের প্রতিটি স্কুলের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক স্বাক্ষরতা বাড়ানোর কাজ করে।