ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা তারেক রহমানের প্রত্যাবর্তনে ‘বাধা সৃষ্টি করছে’ সরকারের একটি অংশ: রিজভী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবেশ উপেক্ষিত থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: রিজওয়ানা হাসান রামগড়ে সীমান্তে ৫ জনকে পুশইন করেছে বিএসএফ শক্তিশালী মেঘমালায় উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাপানে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালক গ্রেপ্তার, ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার সরকারি চাকরি আইন সংশোধনে বড় পদক্ষেপ, অধ্যাদেশের খসড়া অনুমোদন গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো বিটিআরসি

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল, নতুন অধ্যাদেশ জারি করল সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ, ডিজিটাল অপরাধ শনাক্ত ও প্রতিরোধ এবং এসব অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় বিধান প্রণয়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২১ মে ২০২৫) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এই নতুন অধ্যাদেশে স্বাক্ষর করেন। গেজেট আকারে প্রকাশিত অধ্যাদেশ অনুযায়ী, “সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫” এখন থেকে কার্যকর হবে।

নতুন অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশে ২১ মে ২০২৫ তারিখে প্রণীত এই অধ্যাদেশ জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। অধ্যাদেশ নম্বর ২৫, ২০২৫ অনুযায়ী, পূর্ববর্তী সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করা হয়েছে। তবে সেই আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা ধারা ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ৩০, ৩২ ও ৩৫ বর্তমানেও বলবৎ থাকবে।

অধ্যাদেশে বলা হয়েছে, দেশের সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন এবং এই সম্পর্কিত বিচারের ক্ষেত্রে যথোপযুক্ত আইনি কাঠামো প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতেই বর্তমান অধ্যাদেশটি জারি করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের আইনটির বিভিন্ন ধারা নিয়ে নাগরিক সমাজ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে আইনটি পর্যালোচনার পর একে বাতিল করে নতুন কাঠামো তৈরি করা হলো।

নতুন অধ্যাদেশে কী ধরনের পরিবর্তন এসেছে বা কোন কোন অপরাধের জন্য কী ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে, তা বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ অধ্যাদেশের প্রকাশ ও বিশ্লেষণের জন্য।

সূত্র: বাসস।

নিউজটি শেয়ার করুন

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল, নতুন অধ্যাদেশ জারি করল সরকার

আপডেট সময় ১২:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ, ডিজিটাল অপরাধ শনাক্ত ও প্রতিরোধ এবং এসব অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় বিধান প্রণয়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২১ মে ২০২৫) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এই নতুন অধ্যাদেশে স্বাক্ষর করেন। গেজেট আকারে প্রকাশিত অধ্যাদেশ অনুযায়ী, “সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫” এখন থেকে কার্যকর হবে।

নতুন অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশে ২১ মে ২০২৫ তারিখে প্রণীত এই অধ্যাদেশ জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। অধ্যাদেশ নম্বর ২৫, ২০২৫ অনুযায়ী, পূর্ববর্তী সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করা হয়েছে। তবে সেই আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা ধারা ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ৩০, ৩২ ও ৩৫ বর্তমানেও বলবৎ থাকবে।

অধ্যাদেশে বলা হয়েছে, দেশের সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন এবং এই সম্পর্কিত বিচারের ক্ষেত্রে যথোপযুক্ত আইনি কাঠামো প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতেই বর্তমান অধ্যাদেশটি জারি করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের আইনটির বিভিন্ন ধারা নিয়ে নাগরিক সমাজ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে আইনটি পর্যালোচনার পর একে বাতিল করে নতুন কাঠামো তৈরি করা হলো।

নতুন অধ্যাদেশে কী ধরনের পরিবর্তন এসেছে বা কোন কোন অপরাধের জন্য কী ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে, তা বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ অধ্যাদেশের প্রকাশ ও বিশ্লেষণের জন্য।

সূত্র: বাসস।