ভারতে মাছ রপ্তানি স্থগিত রেখেছে বাংলাদেশী ব্যবসায়ীরা

- আপডেট সময় ০৪:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 6
ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয়টি ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি স্থগিত রাখলেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
বুধবার (২১মে) সকালের দিকে মাছ রপ্তানি স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া। তিনি জানান আমাদের এক্সপোর্ট পারমিট জটিলতার কারণে আজকে আমরা মাছ রপ্তানি করব না তবে আগামীকাল মাছ রপ্তানি হবে বলে আশা করছি।
জানা গেছে প্রতিদিন গড়ে এক লক্ষ ডলারের ৩৫ থেকে ৪০ মেঃ টন মাছ ভারতে রপ্তানি করা হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে।
এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্য প্রায় শূন্যের কোটায়।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন আজকে সকাল থেকে মাছের কোন গাড়ি বন্দরে আসেনি। সিমেন্ট ও ভোজ্য তেল নিয়ে ১১টি গাড়ি বন্দরে প্রবেশ করেছে। যা আগরতলায় রপ্তানি হবে।
উল্লেখ্য যে অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়ীত মাছ, সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, বর্জ তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।