ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম।

নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ হোসেন (৩২)। তিনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দাঁতভাঙ্গা বিওপির সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন হাবিলদার মো. জসিম (৫২), সিপাহী নাদিম (২৮), সিপাহী শাহীন (২৮) এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খেতারচর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৪ এলাকায় নিয়মিত টহলে ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে পাঁচ সদস্য গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতের শিকার হয়ে রিয়াদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুইজন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন সদস্যরা। এতে একজনের প্রাণহানি ও অন্যদের আহত হওয়ায় বিজিবির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষ নিহত ও আহত সদস্যদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪

আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

 

বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম।

নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ হোসেন (৩২)। তিনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দাঁতভাঙ্গা বিওপির সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন হাবিলদার মো. জসিম (৫২), সিপাহী নাদিম (২৮), সিপাহী শাহীন (২৮) এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খেতারচর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৪ এলাকায় নিয়মিত টহলে ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে পাঁচ সদস্য গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতের শিকার হয়ে রিয়াদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুইজন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন সদস্যরা। এতে একজনের প্রাণহানি ও অন্যদের আহত হওয়ায় বিজিবির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষ নিহত ও আহত সদস্যদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন।